Advertisement
১৭ জুন ২০২৪
Archery World Cup

বিশ্বজয়ের হ্যাটট্রিক ভারতের, এ বার দেশকে সোনা দিলেন তিন কন্যা

সাংহাইয়ে প্রথম পর্যায়ের বিশ্বকাপ, প্যারিসে দ্বিতীয় পর্যায়ের বিশ্বকাপের পর ইয়েচিয়োনে তৃতীয় পর্যায়ের বিশ্বকাপেও সোনা ভারতের মহিলা দলের। ভারতীয় তিরন্দাজির ইতিহাসে এমন সাফল্য এই প্রথম।

PIcture of Indian women archery team

তিরন্দাজি বিশ্বকাপে সোনাজয়ী ভারতের মহিলা কমপাউন্ড দল। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ মে ২০২৪ ১০:১১
Share: Save:

তিরন্দাজি বিশ্বকাপে টানা তৃতীয় বার সোনা জিতল ভারতের মহিলা কমপাউন্ড দল। দক্ষিণ কোরিয়ায় আয়োজিত বিশ্বকাপের ফাইনালে তুরস্ককে ২৩২-২২৬ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছেন জ্যোতি সুরেখা ভেনম, পরনীত কৌর এবং অদিতি স্বামী।

এ বার বিশ্বকাপে প্রথম থেকেই দাপট দেখিয়েছেন জ্যোতি, পরনীত, অদিতিরা। গ্রুপ পর্বে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন তাঁরা। এর পর কোয়ার্টার ফাইনালে বাই পায় ভারতীয় দল। সেমিফাইনালে আমেরিকাকে ২৩৩-২২৯ ব্যবধানে হারিয়েছিলেন তাঁরা। তার পর ফাইনালেও তুরস্ককে ৬ পয়েন্টে ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিক করল জ্যোতি, পরনীত, অদিতির ভারতীয় দল।

দ্বিতীয় বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আগেই মহিলাদের দলগত কমপাউন্ড তিরন্দাজির বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে উঠে এসেছিল ভারত। টানা তৃতীয় বার বিশ্বকাপে সোনা জয়ের সুবাদে ভারতের শীর্ষস্থান আরও পোক্ত হল। উল্লেখ্য, অদিতি ব্যক্তিগত বিভাগেও বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন।

সাংহাইয়ে প্রথম পর্যায়ের বিশ্বকাপ, প্যারিসে দ্বিতীয় পর্যায়ের বিশ্বকাপের পর ইয়েচিয়োনে তৃতীয় পর্যায়ের বিশ্বকাপেও সোনা জিতলেন তাঁরা। ভারতীয় তিরন্দাজির ইতিহাসে এমন সাফল্য এই প্রথম। সোনা জেতার সুযোগ রয়েছে মিক্সড ডাবলসেও। তবে বিশ্বের এক নম্বর ভারতীয় পুরুষ কমপাউন্ড দলকে এ বার পদকহীন থাকতে হল। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে তারা হেরে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

gold medal Hat-Trick
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE