খুশির খবর ভারতীয় ক্রিকেট দলের জন্য। বাঁ কাঁধে সফল অস্ত্রোপচার হল শ্রেয়স আইয়ারের। হাসি মুখের ছবি দিয়ে শ্রেয়স নিজেই এই কথা জানিয়েছেন নেটমাধ্যমে।
হাসপাতালের বিছানায় থাকা শ্রেয়স ওই ছবিতে লিখেছেন, ‘সফল অস্ত্রোপচার হয়েছে। আমার সিংহ হৃদয়। এই দৃ়ঢ়তা নিয়ে বলতে পারি খুব দ্রুত মাঠে ফিরব। সবার শুভেচ্ছার জন্য ধন্যবাদ।’
গত মাসে পুণেতে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বাঁ কাঁধের হাড় সরে যায় শ্রেয়সের। তখনই বোঝা যায় এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস পাচ্ছে না তাঁদের অধিনায়ককে। তাঁর বদলে ঋষভ পন্থকে এবার দিল্লির দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয় শ্রেয়সের।
এখন দিল্লি ক্যাপিটালসই শ্রেয়সের সুস্থতার দিকে নজর রাখবে। ভারতীয় ক্রিকেট বোর্ডও আগেই জানিয়ে দিয়েছে, তারা সবরকম সাহায্য করবে। মনে করা হচ্ছে মাঠে ফিরতে অন্তত পাঁচ মাস সময় লাগবে তাঁর।
আরও পড়ুন:
Surgery was a success and with lion-hearted determination, I’ll be back in no time 🦁 Thank you for your wishes 😊 pic.twitter.com/F9oJQcSLqH
— Shreyas Iyer (@ShreyasIyer15) April 8, 2021