২৪ ঘণ্টার মধ্যে ম্যাগনাস কার্লসেনকে জবাব দিয়ে দিলেন ডি গুকেশ। দাবার বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন গুকেশের কাছে হারতে হল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন তথা বর্তমান এক নম্বর কার্লসেনকে। ভারতীয় দাবাড়ুর কাছে হেরে নরওয়ের কার্লসেন জানিয়ে দিলেন, দাবা খেলতেই আর ভাল লাগছে না তাঁর।
বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার জাগ্রেবে সুপার ইউনাইটেড র্যাপিড ও ব্লিৎজ় প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ডে গুকেশের সামনে দাঁড়াতে পারেননি কার্লসেন। ৪৯ চালের পর হার মেনে নিতে হয় তাঁকে। এর আগে নরওয়ে দাবা প্রতিযোগিতায় ক্লাসিক্যাল ফরম্যাটে কার্লসেনকে হারিয়েছিলেন গুকেশ। এক মাসেরও কম সময়ে আরও একটা ফরম্যাটে গুকেশের কাছে হারলেন কার্লসেন।
কার্লসেনকে হারানোর পর এই প্রতিযোগিতায় শীর্ষে উঠেছেন গুকেশ। পর পর পাঁচটা ম্যাচ জিতেছেন তিনি। বুধবার গুকেশ ও কার্লসেন যৌথ ভাবে শীর্ষে ছিলেন। এ বার পিছিয়ে পড়লেন কার্লসেন। গুকেশের কাছে হারের পর কার্লসেন বলেন, “সত্যি বলতে, এখন দাবা খেলতেই আমার ভাল লাগছে না। খেলার সময় কোনও মজা পাচ্ছি না। চাল দেওয়ার সময় নিজের সিদ্ধান্ত নিয়েই সন্দেহ হচ্ছে। খুব খারাপ অবস্থায় আছি।”
আরও পড়ুন:
এই প্রতিযোগিতার আগে গুকেশকে হেয় করেছিলেন কার্লসেন। তিনি বলেছিলেন, ‘‘গুকেশ সম্ভবত এই প্রতিযোগিতার দুর্বল প্রতিপক্ষদের মধ্যে এক জন।’’ তিনি আরও বলেছিলেন, “আমার মনে হয় গত বার গুকেশ এখানে বেশ ভাল খেলেছে। তবে ও যে এই ফরম্যাটের সেরা দাবাড়ুদের একজন, সেটা প্রমাণ করা এখনও বাকি।’’ এখানেই শেষ নয়। কার্লসেন আরও বলেছিলেন, ‘‘গুকেশ এমন কিছুই করেনি যাতে মনে হয় যে ও এই প্রতিযোগিতায় ভাল কিছু করতে পারবে। এই প্রতিযোগিতায় ওকে অন্যতম দুর্বল প্রতিপক্ষ হিসেবেই দেখব।’’
গুকেশের কাছে হেরে নিজের কথা গিলতে বাধ্য হয়েছেন কার্লসেন। তিনি বলেন, “ও দুর্দান্ত খেলছে। এখনও অনেক পথ বাকি। কিন্তু পর পর পাঁচটা গেম জেতা মুখের কথা নয়।” গুকেশ অবশ্য কার্লসেনকে মুখে কোনও জবাব দেননি। যে ভাবে ডিং লিরেনকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে সকলের মুখ বন্ধ করে দিয়েছিলেন, সে ভাবেই চৌষট্টি খোপেই কার্লসেনকে জবাব দিচ্ছেন তিনি।