কয়েক মাস আগে নরওয়ে দাবা প্রতিযোগিতা। এ বার লাস ভেগাস ফ্রিস্টাইল চেস গ্র্যান্ড স্ল্যাম। কয়েক মাসের মধ্যে বিশ্বের এক নম্বর তথা পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে দু’বার হারালেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। তাঁর হাতেই প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন কার্লসেন। তবে প্রজ্ঞানন্দ নিজেও সেমিফাইনালে উঠতে পারেননি। ফাবিয়ানো কারুয়ানার কাছে টাইব্রেকারে হেরে তিনিও বিদায় নিয়েছেন।
কার্লসেনের বিরুদ্ধে সাদা ঘুঁটি নিয়ে খেলেন প্রজ্ঞা। ৪৩ চালে তিনি বাধ্য করেন কার্লসেনকে খেলা ছাড়তে। প্রজ্ঞানন্দের কাছে হারের আগে ওয়েসলি সোর কাছেও হারেন কার্লসেন। তাঁর শেষ সুযোগ ছিল লেভন আরোনিয়ানের বিরুদ্ধে টাইব্রেকারে জয়। সেটাও পারেননি কার্লসেন। ফলে এই প্রতিযোগিতা থেকে বিদায় নেন তিনি।
কার্লসেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন প্রজ্ঞানন্দ। সেখানে তাঁর প্রতিপক্ষ ছিলেন কারুয়ানা। প্রথম গেমে সাদা ঘুঁটি নিয়ে খেলে কারুয়ানাকে হারান তিনি। প্রথম ছ’টা গেমে দু’জনেই তিনটি করে জেতেন। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে দুটো র্যাপিড ও দুটো ব্লিৎজ় গেম হয়। তার পরেও দু’জনকে আলাদা করা যায়নি। শেষ পর্যন্ত আরমাগেডন টাইব্রেকারে প্রজ্ঞানন্দকে হারান কারুয়ানা। বিদায় নিতে হয় ভারতীয় দাবাডুকে। প্রজ্ঞা বিদায় নেওয়ায় এই প্রতিযোগিতায় একমাত্র ভারতীয় হিসাবে টিকে রয়েছেন অর্জুন এরিগাইসি। সেমিফাইনালে উঠেছেন তিনি।
আরও পড়ুন:
এর আগে উজ়চেস কাপ মাস্টার্সের ফাইনালে নদিরবেক আব্দুসাত্তারভকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন প্রজ্ঞানন্দ। ফলে ভারতীয় দাবাড়ুদের মধ্যে ক্রমতালিকায় সকলের উপরে উঠেছেন তিনি। তার পরে লাস ভেগাস দাবা প্রতিযোগিতাতেও চমক দেখালেন তিনি। যদিও হতাশ হয়ে ফিরতে হচ্ছে ভারতীয় গ্র্যান্ড মাস্টারকে।