Advertisement
E-Paper

‘চোটের হাত থেকে রেহাই সচিন, ব্র্যাডম্যানও পাননি’

প্রশ্ন উঠেছে, বিদেশ সফরে বার বার কেন একই চোট পাচ্ছেন অশ্বিন। অধিনায়ক বিরাট কোহালি তাঁকে এই সমস্যা কাটিয়ে উঠতেও বলেছেন প্রকাশ্যে। বোঝাই যাচ্ছে, বারবার চোটের কারণে টিম ম্যানেজমেন্টও সন্তুষ্ট নয় অশ্বিনের উপরে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৫৩
বিদেশ সফরে বারবার চোট পাওয়াকে দুর্ভাগ্য বলে চিহ্নিত করেছেন অশ্বিন। ছবি টুইটারের সৌজন্যে।

বিদেশ সফরে বারবার চোট পাওয়াকে দুর্ভাগ্য বলে চিহ্নিত করেছেন অশ্বিন। ছবি টুইটারের সৌজন্যে।

চোট অবশ্যম্ভাবী। যাকে এড়ানো যায় না। এমন ভাবেই ভাবতে চাইছেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ভারতের কিছুদিন আগে শেষ হওয়া অস্ট্রেলিয়া সফরে পেটের পেশিতে চোটের জন্য তিন টেস্টে খেলতে পারেননি তিনি। তার আগে ইংল্যান্ড সফরেও একই কারণে এক টেস্ট খেলতে পারেননি তিনি।

প্রশ্ন উঠেছে, বিদেশ সফরে বার বার কেন একই চোট পাচ্ছেন অশ্বিন। অধিনায়ক বিরাট কোহালি তাঁকে এই সমস্যা কাটিয়ে উঠতেও বলেছেন প্রকাশ্যে। বোঝাই যাচ্ছে, বারবার চোটের কারণে টিম ম্যানেজমেন্টও সন্তুষ্ট নয় অশ্বিনের উপরে। স্বয়ং তিনি অবশ্য চোট-আঘাতকে খেলার অঙ্গ হিসেবেই দেখাতে চাইছেন।

শনিবার তামিলনাডু ক্রিকেট সংস্থার লিগের ম্যাচে চোট সারিয়ে প্রত্যাবর্তন করেছেন তিনি। অশ্বিন সেই প্রসঙ্গে বলেছেন, “চোট নিয়ে কারওর বিরুদ্ধে কিছু বলা যায় না। সচিন তেন্ডুলকরও চোট এড়াতে পারেননি। ডন ব্র্যাডম্যানও চোট পেয়েছিলেন। ভবিষ্যতেও ক্রিকেটাররা চোট পাবে। যখনই ফিটনেস টেস্ট দিই বা ইয়ো-ইয়ো টেস্ট দিই, আমি কিন্তু তালিকার উপরের দিকেই থাকি। নিজের সেরাটাই দিই সব সময়।”

আরও পড়ুন: তোমার ব্যাটে রান চাইছি! খোয়াজাকে স্লেজিং ডিকওয়েলার, দেখুন ভিডিয়ো​

আরও পড়ুন: দশ উইকেটে জয়! ইংল্যান্ডকে চুরমার করে টেস্ট সিরিজ ২-০ জিতল ওয়েস্ট ইন্ডিজ​

পূর্ণ ফিটনেস পাওয়ার দিকে ক্রমশ এগোচ্ছেন বলেও দাবি করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর কথায়, “আমি প্রায় ১০০ শতাংশ ফিটনেস পেয়ে গিয়েছি। শেষ ম্যাচে প্রায় ৪০ ওভার বল করেছি। তবে এ ভাবেই এগোতে চাইছি। একটানা ম্যাচ খেলিনি। এখন যেহেতু আমি দেশের হয়ে একটা ফরম্যাটেই খেলছি, তখম ম্যাচে আরও খেলতে চাইছি। আরও ট্রেনিং করতে চাইছি।”

টেস্টে ৩৪২ উইকেটের মালিক আরও বলেন, “ভাল বল করার সময় টানা খেলে যাওয়ার দিকেই নজর থাকে। আমিও টানা খেলতে ভালবাসি। দুর্ভাগ্যের হল, বিদেশে যখনই ভাল বল করতে থাকি, তখনই পরপর চোট পাচ্ছি। এটা হতাশার। তবে এটাকে পিছনে ফেলে এগিয়ে চলতে হবে। আমি ইতিবাচক থাকার চেষ্টা করছি। প্রচেষ্টায় কোনও খামতি রাখছি না।”

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

cricket Cricketer Don Bradman Sachin Tendulkar Ravichandran Ashwin India Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy