Advertisement
E-Paper

কে এ বার চ্যাম্পিয়ন হবে আইপিএলে? বেছে নিলেন মাইকেল ভন

২০১৩ সাল থেকে পাকাপাকি ভাবে ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক বিরাট। কিন্তু, আরসিবি কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি আইপিএলে। অধিনায়ক কোহালির হাতে কখনও ওঠেনি এই ট্রফি। মাইকেল ভন তাই সম্ভাব্য চ্য়াম্পিয়ন হিসেবে আরসিবি-কে বেছে নেওয়ায় কিছুটা বিস্মিত ক্রিকেটমহল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৯ ১৪:০০
বিরাট কোহালির হাতেই এ বার ট্রফি দেখছেন মাইকেল ভন। ছবি টুইটারের সৌজন্যে।

বিরাট কোহালির হাতেই এ বার ট্রফি দেখছেন মাইকেল ভন। ছবি টুইটারের সৌজন্যে।

এবারের আইপিএলে কোন দল চ্যাম্পিয়ন হবে? প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই জল্পনা চলছে ক্রিকেটমহলে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের যদিও কোনও সংশয় নেই। বিরাট কোহালির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকেই চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন তিনি। যা খানিকটা অবাকই করেছে ক্রিকেটমহলকে।

২০১৩ সাল থেকে পাকাপাকি ভাবে ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক বিরাট কোহালি। কিন্তু, আরসিবি কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি আইপিএলে। অধিনায়ক কোহালির হাতে কখনও ওঠেনি এই ট্রফি। যা নিয়ে খোঁচা দিয়েছেন গৌতম গম্ভীর। তিনি বলেছেন, একবার চ্যাম্পিয়ন না হওয়া সত্ত্বেও তাঁর নেতৃত্বে আস্থা রাখার জন্য ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাতেই পারেন কোহালি। প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য গম্ভীরের উল্টো সুরে মন্তব্য করেছেন। তাঁর মতে, যোগ্য হিসেবেই আসিবি-র নেতৃত্বে আছেন কোহালি।

আইপিএল নিয়ে খেলুন কুইজ

মাইকেল ভন অবশ্য টুইট করে লিখেছেন, “আমার মনে হয়, এই বছরে আরসিবি-ই জিতবে আইপিএল।” গত বারের আইপিএলের থেকে এই বছর অনেক বদলেছে দল। ব্রেন্ডন ম্যাকালাম, কোরি অ্যান্ডারসন, ক্রিস ওকস সহ মোট নয়জনকে ছেড়ে দেওয়া হয়েছে। কুইন্টন ডি’কককে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। নিলামে তারুণ্য ও অভিজ্ঞতায় ভারসাম্য রেখে দল গড়া হয়েছে।

আরও পড়ুন: মাহি-ভাই স্টাম্পের পিছনে থাকলে বোলিং অনেক সহজ, উপলব্ধি কুলদীপের​

আরও পড়ুন: প্রথম ম্যাচ থেকে ওঠা অর্থ পুলওয়ামা শহিদদের পরিবারদের দেবেন ধোনিরা

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

Cricket Cricketer Michael Vaughan Royal Challengers Bangalore Virat Kohli
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy