Advertisement
২৩ এপ্রিল ২০২৪
IPL

নাইট অধিনায়ক কার্তিককে পিছনে ফেলে সবার আগে ধোনি

মুম্বইয়ের রান তাড়া করতে নেমে মোক্ষম সময়ে রান আউট হয়ে ফিরতে হয় ধোনিকে। তাঁর রান আউটই ম্যাচের টার্নিং পয়েন্ট।

কার্তিককে ছাপিয়ে ধোনিই শীর্ষে। ছবি: পিটিআই।

কার্তিককে ছাপিয়ে ধোনিই শীর্ষে। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ মে ২০১৯ ১৭:৩৪
Share: Save:

মহেন্দ্র সিংহ ধোনির মুকুটে নতুন পালক জুড়ল। রবিবারের আইপিএল ফাইনাল শেষ বলে হারতে হয়েছে ধোনির দল সিএসকে-কে।

মুম্বইয়ের রান তাড়া করতে নেমে মোক্ষম সময়ে রান আউট হয়ে ফিরতে হয় ধোনিকে। তাঁর রান আউটই ম্যাচের টার্নিং পয়েন্ট। ক্রিকেট বিশেষজ্ঞরা এমনটাই বলছেন। শেন ওয়াটসন মরিয়া চেষ্টা করেছিলেন। কিন্তু কাজ শেষ করে যেতে পারেননি এই অজি ক্রিকেটার।

ব্যাট হাতে নামার আগেই অবশ্য রেকর্ড করে ফেলেন সিএসকে অধিনায়ক। কী সেই রেকর্ড? আইপিএলের ইতিহাসে সব চেয়ে সফল উইকেটরক্ষক হিসেবে নিজের নাম তুলে ফেললেন ধোনি। দুটো শিকার ধরতে পারলেই কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিককে ছাপিয়ে যেতেন মাহি।

আরও খবর: প্র্যাকটিসে লেট, ধোনির এই এক টোটকায় সবাই সময়ে হাজির

আরও খবর: দলে এক নাইট, কেমন হল আইপিএলের সেরা একাদশ?

কার্তিকের শিকার সংখ্যা ছিল ১৩১। এর মধ্যে ১০১টি ক্যাচ এবং ৩০টি স্টাম্পিং। ধোনি উইকেটের পিছনে দাঁড়িয়ে মুম্বই ওপেনার কুইন্টন ডি’ কক ও রোহিত শর্মার ক্যাচ ধরেন। তার ফলে ধোনির শিকার সংখ্যা দাঁড়ায় ১৩২। এর মধ্যে ৯৪টি ক্যাচ এবং ৩৮টি স্টাম্পিং করেন ধোনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL IPL 2019 MS Dhoni
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE