Advertisement
৩০ এপ্রিল ২০২৪
IPL

ঘুম কেড়ে নিয়েছিলেন রাসেল, ভিডিয়োয় ধোনি জানালেন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা

আজ সন্ধেতেও কি রাসেল পেশিশক্তির আস্ফালন ঘটাবেন? ধোনি নিশ্চয় রাসেলকে থামানোর পরিকল্পনা করে রেখেছেন।

রাসেলের খেলা দেখে ভয় পেয়ে গিয়েছিলেন ধোনি। ছবি: কেকেআরের ফেসবুক পেজ থেকে।

রাসেলের খেলা দেখে ভয় পেয়ে গিয়েছিলেন ধোনি। ছবি: কেকেআরের ফেসবুক পেজ থেকে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৯ ১৬:০৬
Share: Save:

চিপকে ধুন্ধুমার লড়াই। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংসের। ঠিক এক বছর আগে, ১০ এপ্রিল দুই প্রতিপক্ষ মুখোমুখি হয়েছিল চেন্নাইয়ের ঘরের মাঠে।

সেই ম্যাচের স্মৃতি এখনও চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির রাতের ঘুম কেড়ে নেয়। গত বছরের সেই ম্যাচে আন্দ্রে রাসেল ধ্বংসলীলা চালিয়েছিলেন চেন্নাইয়ে। মাত্র ৩৬ বলে ৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। রাসেলের ব্যাটিং ঝড়ে ২০ ওভারে কলকাতা নাইট রাইডার্স তুলেছিল ২০২ রান। যদিও ম্যাচটা হেরে মাঠ ছাড়তে হয়েছিল কেকেআরকে।

রাসেলের সেই ইনিংস দেখে বিস্মিত হয়ে গিয়েছিলেন ধোনি। সদ্য প্রকাশিত ডকুমেন্টারি ‘রোর অফ দ্য লায়ন’-এ চেন্নাই অধিনায়ক নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন। ডকুমেন্টারিতে রাসেল প্রসঙ্গে ধোনি বলেছেন, ‘‘ওর ইনিংস আমার কাছে দুঃস্বপ্নের মতো ছিল।’’ রাসেলের একের পর এক ছক্কা উড়ে গিয়েছিল গ্যালারিতে। যা দেখে বিস্মিত হয়ে গিয়েছিলেন ধোনি। সেই বিস্ময় এখনও কাটিয়ে উঠতে পারেননি চেন্নাই অধিনায়ক। তা বোঝা যায় ধোনির কথাতেই। ডকুমেন্টারিতে ধোনিকে বলতে শোনা গিয়েছে, “কৌন অ্যায়সা বান্দা হ্যায় যো ইতনা ছে মারতা হ্যায়।’’ অর্থাত্ ধোনি বলতে চেয়েছেন, এরকম ছক্কা হাঁকাতে পারে কে!

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ উঠেছিল চেন্নাই সুপার কিংসের এই ক্রিকেটারের বিরুদ্ধে

আরও পড়ুন: অপারেশন চেন্নাই সফল করতে দলে কি একটি পরিবর্তন করতে চলেছে কেকেআর?

ধোনির রাসেল-বন্দনার সেই অংশটুকু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে কলকাতা নাইট রাইডার্স। সে দিন ১০ ওভারে ৮৯ রানে কেকেআরের পঞ্চম উইকেট পড়েছিল। তার পরে অধিনায়ক দীনেশ কার্তিকের সঙ্গে জুটি বেঁধে চেন্নাই বোলারদের মাঠের যত্র তত্র ছুড়ে ফেলেন রাসেল।

আজ সন্ধেতেও কি রাসেল পেশিশক্তির আস্ফালন ঘটাবেন? ধোনি নিশ্চয় রাসেলকে থামানোর পরিকল্পনা করে রেখেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL IPL 2019 CSK KKR MS Dhoni Andre Russell
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE