Advertisement
১০ মে ২০২৪
KKR

নারাইনের বড় পরীক্ষা, রাসেলকে নিয়ে চিন্তা

নাইট সূত্রে খবর, সোমবার বিরাটদের বিরুদ্ধে শারজায় যদিও নারাইনকে বল করতে দেখা যাবে। কিন্তু রাসেল সম্পূর্ণ সুস্থ কি?

ছবি সংগৃহীত।

ছবি সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২০ ০৫:১২
Share: Save:

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য এক জনের বিরুদ্ধে রিপোর্ট জমা দিয়েছেন আম্পায়ার। তিনি সুনীল নারাইন। দ্বিতীয় জন, আন্দ্রে রাসেল আবার হাঁটুতে চোট পেয়ে বাড়িয়েছেন দুশ্চিন্তা। আজ, সোমবার শারজায় বিরাট কোহালির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামার আগে এই দুই ক্রিকেটারকে নিয়েই অস্বস্তি কলকাতা নাইট রাইডার্স শিবিরে।

নারাইন যদিও প্রতিযোগিতায় বল করে যেতে পারবেন। কিন্তু কোনও ম্যাচে ফের তাঁর অ্যাকশনের বিরুদ্ধে রিপোর্ট জমা পড়লে, চলতি প্রতিযোগিতায় আর বল করতে পারবেন না। অ্যাকশন নিয়ে আগেও সমস্যায় পড়েছিলেন নারাইন। ২০১৪ চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ফাইনালের আগে অবৈধ অ্যাকশনের বিরুদ্ধে রিপোর্ট জমা পড়ে। ২০১৫ আইপিএলে মাত্র ৮টি ম্যাচ খেলার পরে বসিয়ে দেওয়া হয় নারাইনকে।

নাইট সূত্রে খবর, সোমবার বিরাটদের বিরুদ্ধে শারজায় যদিও নারাইনকে বল করতে দেখা যাবে। কিন্তু রাসেল সম্পূর্ণ সুস্থ কি? আবু ধাবিতে খোঁজ নিয়ে জানা গেল তিনি আছেন খোশমেজাজে। সকালে এমআরআই স্ক্যান করা হয়েছে। রিপোর্টের উপরে খেলা নির্ভর করছে। এ দিন সকালে পুল সেশনে অবশ্য উপস্থিত ছিলেন রাসেল। তবে একান্তই ক্যারিবিয়ান অলরাউন্ডার না খেললে আসতে পারেন টম ব্যান্টন।

নাইট অধিনায়ক দীনেশ কার্তিক যদিও চান পূর্ণশক্তি নিয়ে বিরাটদের বিরুদ্ধে নামতে। বর্তমানে দু’দলই ছ’টি ম্যাচে চারটি জিতেছে। ছন্দে দু’দলের অধিনায়কই। কিন্তু নাইটদের কাছে সব চেয়ে বড় আতঙ্ক এবি ডিভিলিয়ার্স। চেন্নাইয়ের বিরুদ্ধে রান পাননি। শারজার মতো ছোট মাঠই তাঁর ঘুরে দাঁড়ানোর আদর্শ মঞ্চ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

KKR Russell IPL 2020
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE