Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Cricket

প্রত্যাবর্তনের জন্য ধোনি-ফ্লেমিংকেই কৃতিত্ব ওয়াটসনের

প্রথম চার ম্যাচে বড় রান পাননি সিএসকে ওপেনার শেন ওয়াটসন। অস্ট্রেলীয় ক্রিকেটারের দিকে ছুটে আসছিল সমালোচনা।

জুটি: কঠিন সময় দলকে রাস্তা দেখিয়েছেন ধোনি ও কোচ ফ্লেমিং। ফাইল চিত্র।

জুটি: কঠিন সময় দলকে রাস্তা দেখিয়েছেন ধোনি ও কোচ ফ্লেমিং। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২০ ০৫:৩৯
Share: Save:

মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে এ বারের আইপিএল শুরু করলেও, তার পরে টানা তিন হারের ধাক্কায় চাপ বেড়েছিল চেন্নাই সুপার কিংস শিবিরে।

এই অবস্থায় প্রত্যাবর্তন ঘটিয়ে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ১০ উইকেটে জয়ের পরে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বলেছেন, ‍‘‍‘কিছু ছোটখাটো ভুলভ্রান্তি হচ্ছিল। তা শুধরে নেওয়াতেই এই প্রত্যাবর্তন। এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। এই ভাবেই ইনিংস শুরু করতে হত। আশা করি, এই ছন্দ বজায় রাখা যাবে।’’

প্রথম চার ম্যাচে বড় রান পাননি সিএসকে ওপেনার শেন ওয়াটসন। অস্ট্রেলীয় ক্রিকেটারের দিকে ছুটে আসছিল সমালোচনা। এই অবস্থা থেকে কী ভাবে ওয়াটসন ছন্দে ফিরলেন তা জানতে চাইলে ম্যাচের পরে ধোনি বলেন, ‍‘‍‘এর জন্য ওয়াটসনকে বাড়তি আগ্রাসন দেখাতে হয়নি। নেটে ও ভালই ব্যাট করছিল। ওর রান পাওয়াটা ছিল সময়ের অপেক্ষা।’’ যোগ করেছেন, ‍‘‍‘ফ্যাফও (ডুপ্লেসি) একটা দিক ধরে খেলছিল। মাঝের ওভারগুলোতে ওকে বেশ কিছু ভাল শট মারতে দেখলাম।’’

ওয়াটসনের রানে ফেরা সম্পর্কে সিএসকে কোচ স্টিভন ফ্লেমিংও বলেন, ‍‘‍‘এটা কোনও রহস্য নয়। ওয়াটসন নেটে ব্যাট করতে গিয়ে সমস্যায় পড়লে আমরা চিন্তিত হতাম। এটাই একজন পেশাদার ক্রিকেটারের অভিজ্ঞতার শক্তি। ওয়াটসনের মতো ক্রিকেটার এক বার ছন্দ ফিরে পেলে রান করেই যায়।’’

পাশাপাশি, সাফল্যের দিনে ধোনিও বাহবা দিয়েছেন, দলের কোচ ফ্লেমিংকে। তাঁর কথায়, ‍‘‍‘ফ্লেমিংকে কৃতিত্ব দিতেই হবে। সব চেয়ে ভাল ব্যাপার হল, আমরা একটা পরিকল্পনা নিয়েই খেলতে নামি। এমন নয়, যে তা নিয়ে তর্কবিতর্কের অবকাশ থাকে না। কিন্তু শেষ পর্যন্ত একটি পরিকল্পনা সামনে রেখেই ম্যাচ জেতার দিকে এগোই আমরা।’’

এই ম্যাচের আগে হারের হ্যাটট্রিক সম্পর্কে জানতে চাওয়া হলে ধোনি বলেন, ‍‘‍‘প্রথম তিন-চারটে ম্যাচের পরে যে ভুলগুলো হচ্ছিল, সেগুলো যত কম করা যায়, সে দিকে নজর দেওয়া হয়েছিল। তাতেই ঘুরে দাঁড়ানো সম্ভব হয়েছে।’’

ম্যাচ সেরা ওয়াটসন বলছেন, ‍‘‍‘ব্যক্তিগত ও দলের হয়ে প্রত্যাবর্তন ঘটাতে পেরে ভালই লাগছে। যে বলগুলো ফ্যাফ মারতে পছন্দ করে, তা ও পেয়ে কাজে লাগিয়েছে। ওর সঙ্গে ব্যাটিং দারুণ উপভোগ করেছি।’’ অন্য দিকে, ডুপ্লেসির কথায়, ‍‘‍‘পুরো কৃতিত্ব ধোনি ও ফ্লেমিংয়ের। অন্য দলের চেয়েও ওরা অনেক বেশি আস্থা রাখে ক্রিকেটারদের উপর। দলের আবহ এমন রাখতে চেষ্টা করে যেন, আমরাই ফাইনাল খেলব।’’ ওয়াটসনও আইপিএলের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত ভিডিয়োতে ডুপ্লেসিকে বলেন, ‍‘‍‘ওরা দু’জনে জানে, ক্রিকেটারদের উপর আস্থা রাখলে পরিস্থিতি পরিবর্তন হবেই।’’

দলের দুঃসময়ে ক্রিকেটারেদের প্রতি আস্থা রাখার বিষয়টি মেনে নিয়েছেন সিএসকে কোচও। তিনি বলেছেন, ‍‘‍‘দল খারাপ খেলতে থাকলে ক্রিকেটারেরা জানে তাদের সব রকম সহযোগিতা করার জন্য ম্যানেজমেন্ট তৈরি রয়েছে। ’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE