তাঁকে সেরার সম্মান দিচ্ছেন বিপক্ষ অধিনায়কও। —ফাইল চিত্র
এনরিখ নোখিয়া, দক্ষিণ আফ্রিকার এই পেসার আইপিএল-এ নজর কেড়েছেন তাঁর বলের গতিতে। সেই গতিই বুধবার ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে দিয়েছে। কেদার যাদব এলবিডব্লিউ হন নোখিয়ের বলে। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। তাঁকে সেরার সম্মান দিচ্ছেন বিপক্ষ অধিনায়কও।
ম্যাচ শেষে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, “নোখিয়া এবং কাগিসো রাবাদা দুর্দান্ত। আন্তর্জাতিক ক্রিকেটেও ওরা দুর্দান্ত। এই সময়ের সেরা দুই পেসার ওরা। চাপে ফেলে দিয়েছিল ওরা।”
নোখিয়ার প্রশংসা করেন ঋষভ পন্থও। দিল্লির অধিনায়ক বলেন, “দারুণ বল করল বোলাররা। আমরা ভেবেছিলাম ১৫০-১৬০ রান উঠবে। ১৩০ রানের মধ্যে আটকে রাখা খুবই ভাল। বিশ্বের অন্যতম সেরা জোরে বোলার আমাদের দলে রয়েছে। দলের সম্পদ নোখিয়া।”
নিজের খেলায় খুশি নোখিয়া। তবে একটা আফসোস রয়েছে তাঁর। নোখিয়া বলেন, “প্রথম পর্বের প্রায় পুরোটাই খেলতে পারিনি। এটা আমাকে হতাশ করেছে। দ্বিতীয় পর্বে এমন শুরু বেশ আনন্দের। পিচে ঘাস রয়েছে, বড় রান উঠছে, আর কী চাই? ওয়ার্নারের উইকেট নিয়ে আমি খুশি। তবে কার উইকেট নিচ্ছি সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি।”
প্রথমে ব্যাট করে নোখিয়াদের দাপটে মাত্র ১৩৪ রানে শেষ হয়ে যায় হায়দরাবাদ। দিল্লির হয়ে সেই রান তুলতে বেগ পেতে হয়নি শ্রেয়াস আইয়ারদের। মাত্র দুই উইকেট হারিয়েই সেই রান তুলে নেয় দিল্লি। ছয় মেরে ম্যাচ জেতান শ্রেয়াস।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy