রাজস্থানের বিরুদ্ধে রাসেল। ছবি: বিসিসিআই
আন্দ্রে রাসেলকে দমিয়ে রাখার রহস্য উদ্ঘাটন করলেন ক্রিস মরিস। কোনও পরিকল্পনা ছিল না। স্রেফ অভিজ্ঞতার ওপর ভর করেই রাসেলকে আটকে রেখেছিলেন, জানালেন।
ইনিংসের ১৬তম ওভারে ব্যাট করতে নেমেছিলেন আন্দ্রে রাসেল। তখন কলকাতা নাইট রাইডার্সের রান ছিল ৫ উইকেটে ৯৪। অনেকেই ভেবেছিলেন কলকাতার রান হয়ত ১৫০ টপকে যাবে। কিন্তু ক্রিস মরিসের দাপটে ৭ বলে ৯ রানের বেশি করতে পারেননি। মরিসের বলেই লং অনে ক্যাচ দিয়ে আউট হন।
রাসেলকে কীভাবে আটকে রেখেছিলেন, জানাতে গিয়ে মরিস বলেন, ‘‘আমার মনে হয়, নতুন পরিবেশে নাইট রাইডার্সকে খেলতে হওয়ায় মানিয়ে নিতে সমস্যা হচ্ছে রাসেলের। আগের ম্যাচে ও সত্যিই ভাল খেলেছিল। আগে ওর বিরুদ্ধে খেলার অনেক অভিজ্ঞতা আছে। সেটাকে কাজে লাগিয়েই ওর উইকেট পেয়েছি।’’
কলকাতার বিরুদ্ধে ম্যাচ জিতেও বেন স্টোকস, জফ্রা আর্চার, লিয়াম লিভিংস্টোনদের অভাব অনুভব করছেন ম্যাচের সেরা ক্রিস মরিস। ওয়াংখেড়ের পিচ নিয়ে মর্গ্যানের মতোই অসন্তুষ্ট তিনিও। মরিস বলেন, ‘‘এই পিচে ব্যাট করা সহজ ছিল না। স্টোকস, আর্চার, লিভিংস্টোনদের না থাকা বিরাট বড় ধাক্কা। তবে আমাদের দলে বেশ কয়েকজন দক্ষ ক্রিকেটার রয়েছে। অবশ্য এখনই তাদের নাম বলতে চাই না।’’
তবে এবারের আইপিএল বেশ উপভোগ করছেন মরিস। রাজস্থান সমর্থকদেরও ধন্যবাদ জানিয়ে মরিস বলেন, ‘‘আমরা মাঠের মধ্যে দারুণ মজা করছি। লড়াই করছি। সবটা সমর্থকদের জন্যই।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy