Advertisement
২৭ এপ্রিল ২০২৪
IPL 2021

টানা ৩ ম্যাচে হার হায়দরাবাদের, আইপিএল-এর ইতিহাসে প্রথমবার

এ বারের আইপিএল-এ এখনও প্রথম জয়ের খোঁজে হায়দরাবাদ।

ওয়ার্নারের মতে, ঠিক ভাবে ক্রিকেটটাই খেলতে পারেননি তাঁরা।

ওয়ার্নারের মতে, ঠিক ভাবে ক্রিকেটটাই খেলতে পারেননি তাঁরা। ছবি: বিসিসিআই

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২১ ১৬:৪২
Share: Save:

এ বারের আইপিএল-এ এখনও অবধি জয় পায়নি ডেভিড ওয়ার্নারের দল। টানা ৩ ম্যাচে হারতে হয়েছে তাঁদের। শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৩ রানে হারের পর ওয়ার্নারের মতে, ঠিক ভাবে ক্রিকেটটাই খেলতে পারেননি তাঁরা।

ম্যাচ শেষে ওয়ার্নার বলেন, “জানি না কী ভাবে মেনে নেব এই হার। জনি বেয়ারস্টো এবং আমি, ২ জনেই সেট হয়ে উইকেট দিয়ে এলাম। আমি রান আউট হলাম, বেয়ারস্টো নিজেই উইকেটে পা লাগিয়ে ফেলল। মিডল অর্ডারও ব্যর্থ হল। কোনও একজনকে শেষ অবধি টিকে থাকতে হবে ম্যাচ জিততে হলে। এই রান তোলা উচিত ছিল। খারাপ ব্যাটিংয়ের জন্য আমরা জিততে পারলাম না।”

মুম্বইয়ের হয়ে কায়রন পোলার্ড ২২ বলে ৩৫ রানের যে ইনিংস খেলেছিলেন তেমন কাউকে পাওয়া গেল না হায়দরাবাদ দলে। ওয়ার্নার বলেন, “১৫০ রান তুলতে হলে শুরুতে যদি জুটি তৈরি হয় তবে একজনকে শেষ অবধি থাকতেই হবে। মাঝের দিকে বুদ্ধি করে খেলতে হবে, যেটা আমরা করতে পারিনি। আমাদের বোলাররা উইকেটটা বুঝতে পেরেছিল। সেই অনুযায়ী বল করেছে ওরা। ভুল থেকে শিক্ষা নিতে হবে। ব্যাটসম্যানদের ঠিক করে খেলতে হবে। দায়িত্ব নিতে হবে আমাদের।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SRH David Warner IPL 2021
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE