গত দু’বছর ধরেই আইপিএল-এ ভাল খেলছে দিল্লি ক্যাপিটালস। গত বার আইপিএল-এ রানার্স হওয়ার পর এ বারও প্লে-অফে উঠেছে তারা। গত বার শ্রেয়স আয়ারের অধীনে থাকলেও এ বার তারা ঋষভ পন্থের নেতৃত্বে খেলছে। দলের বোলার অনরিখ নোখিয়া জানিয়ে দিলেন, অধিনায়কত্বের ব্যাপারে শ্রেয়স এবং ঋষভ দু’জনেই ভাল।
এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “শ্রেয়স অধিনায়ক থাকাকালীন যে রকম ছিল, এখনও সে রকমই আছে। যে দু’বছর আমি এখানে রয়েছি সেই দু’বছর দু’জন আলাদা তরুণ অধিনায়কের অধীনে খেলেছি এবং সত্যি বলতে, কোনও অসুবিধা হয়নি। আমি যা করতে চাই সে ব্যাপারে ওরা সব সময় স্বাধীনতা দেয়। এটা সত্যিই খুব ভাল লেগেছে আমার।”