Advertisement
০৩ ডিসেম্বর ২০২৩
IPL 2021

মহারাষ্ট্রে করোনার ভয়ঙ্কর রূপ, মুম্বইয়ে আইপিএল ম্যাচের ভবিষ্যত কী হতে চলেছে?

দেশে বেড়ে চলেছে করোনা। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যের নাম মহারাষ্ট্র।

ওয়াংখেড়ে স্টেডিয়াম।

ওয়াংখেড়ে স্টেডিয়াম। ছবি আইপিএল

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২১ ১৮:৫৭
Share: Save:

দেশে বেড়ে চলেছে করোনা। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যের নাম মহারাষ্ট্র। আগামী ১৪ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত সেখানে রাত্রি ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত কার্ফু জারি হয়েছে। তবে আইপিএলের ম্যাচ আয়োজন করতে তাতে কোনও অসুবিধা হবে না। সাফ জানিয়ে দিলেন আয়োজকরা।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এ বার ১০টি ম্যাচ হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই হয়ে গিয়েছে দুটি ম্যাচ। বাকি রয়েছে আটটি। আগামী বৃহস্পতিবার রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস একে অপরের মুখোমুখি হবে। শুক্রবার খেলবে পঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংস।

বুধবার আয়োজকদের তরফে এক কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “মুম্বইয়ে ম্যাচ হওয়া নিয়ে কোনও সমস্যা নেই। আমাদের কাছে বিশেষ অনুমতি রয়েছে। যে ভাবে পরিকল্পনা করা হয়েছে সে ভাবেই সূচি মেনে সব এগোবে। আমরা সমস্ত জরুরি সাবধানতা অবলম্বন করছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE