Advertisement
২৭ এপ্রিল ২০২৪
MI

IPL 2021: প্লে-অফের আগেই আইপিএল থেকে বিদায় নেওয়ার পর মুম্বই অধিনায়ক রোহিতের বার্তা

আইপিএল-এর ইতিহাসে সব চেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বার আইপিএল জিতেছে তারা।

অতীতের সাফল্য নিয়ে খুশি রোহিত।

অতীতের সাফল্য নিয়ে খুশি রোহিত। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২১ ১৭:০৮
Share: Save:

গত বার তারাই ছিলেন আইপিএল চ্যাম্পিয়ন। এই মরসুমে প্লে-অফেই যেতে পারলেন না রোহিত শর্মারা। শেষ ম্যাচে জিতলেও নেট রানরেটের বিচারে প্লে-অফে চলে যায় কলকাতা নাইট রাইডার্স। রোহিত যদিও মনে করছেন না প্লে-অফে যেতে না পারলেও তাদের অতীতের সাফল্যগুলিকে ভুলে যাওয়া হবে।

আইপিএল সফর শেষ হয়ে যাওয়ার পর রোহিত টুইট করে লেখেন, ‘গোটা মরসুম জুড়ে ওঠা, নামা এবং অনেক কিছু শেখা হয়েছে। তবে এই ১৪টি ম্যাচ শেষ দুই-তিন মরসুমের সাফল্যকে ছোট করে দিতে পারবে না। যে ক্রিকেটাররাই নীল-সোনালি জার্সি পরেছে, নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। সেটাই আমাদের একটা দল হিসেবে তৈরি করে দিয়েছে, একটা পরিবার করে দিয়েছে।’

আইপিএল-এর ইতিহাসে সব চেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচ বার আইপিএল জিতেছে তারা। ২০১৯ এবং ২০২০ সালে পর পর দু’বার জিতেছিল তারা। এ বার জিতে হ্যাটট্রিক করার সুযোগ ছিল তাদের সামনে। প্লে-অফের আগেই বিদায় নেওয়ায় তা আর সম্ভব হল না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

MI IPL 2021 rohit sharma
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE