চলতি আইপিএল থেকে নাম তুলে নিলেন মিচেল মার্শ। দীর্ঘদিন জৈব সুরক্ষা বলয়ে থাকার মানসিক ক্লান্তি নিতে চাননি তিনি। তাই প্রতিযোগিতা শুরুর আগেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বিসিসিআইকে। বুধবার বিকেলে মার্শের বিকল্প হিসেবে ইংল্যান্ডের ওপেনার জেসন রয়ের নাম ঘোষণা করেছে সানরাইজার্স হায়দরাবাদ। তাঁকে দু’কোটি টাকার মূল দামেই কিনেছে তারা।
২০১৭-য় আইপিএলে অভিষেক হয় রয়ের। পরের বছর দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন তিনি। ২০২০-তেও দিল্লির হয়ে খেলার কথা ছিল তাঁর। কিন্তু ফিটনেসের অভাব দেখিয়ে খেলেননি তিনি। চলতি বছরের নিলামে তাঁকে ছেড়ে দেয় দিল্লি। নিলামে তিনি অবিক্রিত থেকে যান।
অন্যদিকে, গত বছরের নিলামে মার্শকে দু’কোটি টাকা দিয়ে কিনেছিল হায়দরাবাদ। তবে প্রথম ম্যাচে নিজের প্রথম ওভারের চতুর্থ বল করতে গিয়ে পায়ের হাড় ঘুরে যায় তাঁর। বাকি মরসুমে আর খেলতে পারেননি।
Due to personal reasons, Mitchell Marsh will be opting out of #IPL2021.
— SunRisers Hyderabad (@SunRisers) March 31, 2021
We would like to welcome @JasonRoy20 to the #SRHFamily! 🧡#OrangeOrNothing #OrangeArmy pic.twitter.com/grTMkVUns4
ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভাল ফর্মে ছিলেন রয়। ৫ ম্যাচে ১৪৪ রান করেছেন। তিনটি একদিনের ম্যাচে মোট ১১৫ রান করেছেন। হায়দরাবাদ দলে জনি বেয়ারস্টো এবং ডেভিড ওয়ার্নারের মতো ওপেনার থাকলেও বিকল্প হিসেবে দলে জোর দিতেই রয়কে নেওয়া হল বলে মত বিশেষজ্ঞদের।