Advertisement
২০ এপ্রিল ২০২৪
VVS Laxman

কী ভাবে আক্রান্ত হলেন ঋদ্ধিমান, উত্তর খুঁজছে সানরাইজার্স হায়দরাবাদ

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের আগে থেকেই কিছুটা অসুস্থ বোধ করছিলেন ঋদ্ধিমান।

ঋদ্ধিমান সাহা

ঋদ্ধিমান সাহা ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৬ মে ২০২১ ১৯:০৪
Share: Save:

জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকেও কীভাবে আক্রান্ত হলেন আইপিএল-এ খেলা ক্রিকেটাররা, তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে বিভিন্ন মহলে। সানরাইজার্স হায়দরাবাদের কর্তারা এখনও বুঝে উঠতে পারছেন না কী ভাবে আক্রান্ত হলেন ঋদ্ধিমান সাহা। দলের উপদেষ্টা ভি ভি এস লক্ষ্মণ এক সর্বভারতীয় ইংরেজি দৈনিকে লেখেন, ‘‘সমস্ত সতর্কতা মানা সত্ত্বেও কী ভাবে করোনায় আক্রান্ত হল ঋদ্ধিমান, আমরা বুঝে উঠতে পারছি না।’’

ঋদ্ধিমানের আক্রান্ত হওয়া নিয়ে লক্ষ্মণ লেখেন, ‘‘রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচের আগে থেকেই ও কিছুটা অসুস্থ বোধ করতে থাকে। ওকে সঙ্গে সঙ্গেই আলাদা করে দেওয়া হয়। এরপর পরীক্ষা করা হলে ওর রিপোর্ট পজেটিভ আসে। আমরা এখনও জানি না ও কীভাবে আক্রান্ত হল।’’

ভারতের প্রাক্তন ক্রিকেটার লেখেন, ‘‘কিছু ছোট ছোট কারণে আইপিএল-এর জৈব সুরক্ষা বলয় নষ্ট হল। এটাও এই পরিস্থিতিতে আমাদের কাছে বিরাট শিক্ষার।’’

লক্ষ্মণ লেখেন, ‘‘এই সুরক্ষা বলয়ের ওপর সম্পূর্ণ আস্থা ছিল সানরাইজার্স হায়দরাবাদের সমস্ত সদস্যের। তবে একের পর এক ক্রিকেটারের আক্রান্ত হওয়ার খবর আসতেই পুরো চিত্রটাই বদলে যায়। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচের পর অনেক ক্রিকেটারই সিএসকে-তে খেলা পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিল। ফলে কোভিড পরীক্ষার রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কেউই নিশ্চিন্ত হতে পারছিল না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE