Advertisement
E-Paper

মহেন্দ্র সিংহ ধোনির পর এ বার একই নজির গড়ে ফেললেন সুরেশ রায়নাও

আগামী সপ্তাহে হায়দরাবাদের বিরুদ্ধে খেলার সময় সম্ভবত বিরাট কোহলীও একই নজির স্পর্শ করবেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মে ২০২১ ২১:৫৯
শনিবারের ম্যাচের আগে রায়না।

শনিবারের ম্যাচের আগে রায়না। ছবি আইপিএল

আইপিএল-এর ২০০তম ম্যাচ খেলে ফেললেন সুরেশ রায়না। মহেন্দ্র সিংহ ধোনির পর চেন্নাই সুপার কিংসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন তিনি। ধোনি বাদে আইপিলে-এ ২০০ ম্যাচ খেলা নজির রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা এবং কলকাতার দীনেশ কার্তিকের। আগামী সপ্তাহে হায়দরাবাদের বিরুদ্ধে খেলার সময় সম্ভবত বিরাট কোহলীও একই নজির স্পর্শ করবেন।

২০০৮-২০১৯ পর্যন্ত চেন্নাইয়ের সহ-অধিনায়ক ছিলেন রায়না। প্রথম আট মরসুমে প্রতিটা ম্যাচে খেলেছেন তিনি। তবে চেন্নাই নির্বাসিত থাকার সময় গুজরাত লায়ন্সে যে দু’বছর ছিলেন, তখন একটি ম্যাচে খেলতে পারেননি। ২০১৮-এ চেন্নাইয়ে ফেরেন এবং তখন থেকে সেই দলেই রয়েছেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে গত বছরের আইপিএল থেকে নাম তুলে নিয়েছিলেন রায়না। এ বছর এখনও পর্যন্ত সে ভাবে ছন্দে দেখা যায়নি। শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে ৪ বলে ২ রান করে কায়রন পোলার্ডের বলে আউট হয়ে যান।

Virat Kohli CSK Mahendra Singh Dhoni Dinesh karthik Suresh Raina IPL 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy