Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Cricket

দর্শকহীন গ্যালারিতে আইপিএল সম্ভব কিন্তু বিশ্বকাপ নয়, বলছেন ম্যাক্সওয়েল

অনেকেই বলছেন অক্টোবর-নভেম্বর মাসের উইন্ডোতে হতে পারে আইপিএল। পিছিয়ে যেতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপ।

অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান ম্যাক্সওয়েল। —ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান ম্যাক্সওয়েল। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মেলবোর্ন শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২০ ১৯:১০
Share: Save:

সূচি বদল করে রুদ্ধদ্বার স্টেডিয়ামে যদিও বা হতে পারে আইপিএল। কিন্তু দর্শকশূন্য গ্যালারিতে টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়া কোনও মতেই সম্ভবই নয়। এমনটাই বলছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

করোনাভাইরাসের দাপটে একের পর এক টুর্নামেন্ট স্থগিত হয়ে গিয়েছে। এ বারের আইপিএল-এর ভবিষ্যৎ কী, তাও পরিষ্কার নয়।

অনেকেই বলছেন অক্টোবর-নভেম্বর মাসের উইন্ডোতে হতে পারে আইপিএল। পিছিয়ে যেতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপ। ম্যাক্সওয়েল বলছেন, ‘‘আইপিএল দর্শকহীন স্টেডিয়ামে হতেই পারে। কিন্তু দর্শকশূন্য অবস্থায় টি টোয়েন্টি বিশ্বকাপের কথা ভাবা সম্ভবই নয়।’’

আরও পড়ুন: সচিন-দ্রাবিড় থেকে সহবাগ-ধোনি, তারকাদের যে সব দ্বন্দ্বে ছড়িয়েছিল বিতর্ক

করোনাভাইরাস-এর আক্রমণ কতটা ঠেকাতে পারবে অস্ট্রেলিয়া, তার উপরে নির্ভর করে রয়েছে নির্ধারিত সময়ে টি টোয়েন্টি বিশ্বকাপ হবে না কি তা পিছিয়ে যাবে।

ঠিক সময়ে টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করে ‘ম্যাড ম্যাক্স’ বলছেন, ‘‘মাঠে একটা লোকও থাকবে না এই অবস্থায় বিশ্বকাপ হবে, এমন কথা কেউ কল্পনাও করতে পারে না। অদূর ভবিষ্যতে টি টোয়েন্টি বিশ্বকাপ হবে বলে তো আমার মনে হচ্ছে না।’’

আরও পড়ুন: বিশ্বকাপের পরেই ধোনির অবসর নেওয়া উচিত ছিল, বিস্ফোরক মন্তব্য শোয়েবের

সূচি অনুযায়ী, টি টোয়েন্টি বিশ্বকাপের বল গড়ানোর কথা অক্টোবর-নভেম্বরে। বিশ্বকাপের বল এই সময়ে গড়ায় কি না সেটা জানা যাবে কয়েকদিনের মধ্যেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Glenn Maxwell IPL T 20 World Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE