Advertisement
০৯ মে ২০২৪

গুজরাতের কাছে হেরে এক থেকে তিনে নাইটরা

ইডেন গার্ডেনে গুজরাতের কাছে ৫ উইকেটে হারের মুখ দেখতে হল কলকাতাকে। প্রথমে ব্যাট করে সাকিব ও পঠানের দুরন্ত ব্যাটিংয়ে ভর করে ১৫৮ রান তুলেছিল কলকাতা।

শেষ আপডেট: ০৮ মে ২০১৬ ১৯:৫৯
Share: Save:

ইডেন গার্ডেনে গুজরাতের কাছে ৫ উইকেটে হারের মুখ দেখতে হল কলকাতাকে। প্রথমে ব্যাট করে সাকিব ও পঠানের দুরন্ত ব্যাটিংয়ে ভর করে ১৫৮ রান তুলেছিল কলকাতা। জবাবে ব্যাট করতে নেমে সহজেই সেই লক্ষ্যে পৌঁছে গেল গুজরাত। ব্যাট হাতে গুজরাতকে ভরসা দিলেন দীনেশ কার্তিক। করলেন ৫১ রান। এদিন প্রথমে ব্যাট করতে এসে নাইটদের দুই ওপেনার গৌতম গম্ভীর ও রবিন উথাপ্পা কেউ ক্রিজে টিকে থাকতে পারেননি। কোনও রান করে ফিরে গিয়েছিলেন তিন নম্বরে নামা মনীশ পাণ্ডে ও ৪ রান করে সূর্যকুমার। শেষ পর্যন্ত দলের ব্যাটের হাল ধরেন সাকিব আল হাসান ও ইউসুফ পঠান। ৬৬ রান করে সাকিব ও ৬৩ রান করে পঠান আউট হন।

জবাবে ব্যাট করতে এসে গুজরাতের দুই ওপেনার স্মিথ ও ম্যাকালাম ২৭ ও ২৯ রান করে আউট হয়ে যান। এর পর রায়নার সঙ্গে গুজরাত ইনিংসের হাল ধরেন দীনেশ কার্তিক। গুজরাতের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন তিনি। তবে, আউট হওয়ার আগে দলকে জয়ের দরজায় পৌঁছে দিয়েছিলেন তিনি। শেষে জাদেজার ছক্কায় জয়ের রান তুলে নেয় গুজরাত। ১২ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রায়না অ্যান্ড ব্রিগেড।

• ১৮ ওভারে গুজরাত ১৬৪/৪।

• চাওলাকে ছক্কা মেরে জয়ের রান তুলে নিল গুজরাতের জাদেজা।

• গুজরাতের জিততে আর মাত্র দরকার ১ রান। হাতে রয়েছে ১৪ বল ৬ উইকেট।

• ২৯ রান করে রান আউট ফিঞ্চ।

• আউট...

• ব্যাট করতে এসেছেন জাদেজা।

• ১৮ বলে গুজরাতের দরকার ৩ রান। হাতে রয়েছে ৬ উইকেট।

• ১৭ ওভারে গুজরাত ১৫৬/৪।

• হগের বলে উথাপ্পাকে ক্যাচ দিয়ে আউট কার্তিক। করলেন ৫১ রান।

• আউট...

• কার্তিকের হাফ সেঞ্চুরি।

• ২৪ বলে গুজরাতের জিততে দরকার ৮ রান। হাতে রয়েছে ৭ উইকেট।

• ১৬ ওভারে গুজরাত ১৫১/৩।

• চাওলাকে ফিঞ্চের জোড়া বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি।

• হাফ সেঞ্চুরির সামনে দীনেশ কার্তিক।

• ১৫ ওভারে গুজরাত ১৩৫/৩।

• ১৫ রান দিলেন সাকিব আল হাসান।

• সাকিবকে ফিঞ্চের বাউন্ডারি, ওভার বাউন্ডারি।

• ১৪ ওভারে গুজারত ১২০/৩।

• রাসেলের বলে হগকে ক্যাচ দিয়ে আউট রায়না। করলেন ১৪ রান।

• আউট...

• কার্তিকের ক্যাচ ফেললেন উথাপ্পা।

• ৩৯ বলে ৪৪ রান করতে হবে গুজরাতকে। হাতে রয়েছে ৮ উইকেট।

• ১৩ ওভারে গুজরাত ১১১/২।

• ১২ ওভারে গুজরাত ১০৩/২।

• যাদবকে কার্তিকের ছক্কা।

• ১১ ওভারে গুজরাত ৯৩/২।

• ১০ ওভারে গুজরাত ৮৯/২।

• উমেশ যাদব বল করতে এলেন।

• ৯ ওভারে গুজরাত ৮১/২।

• এই ওভার থেকে এল ১৪ রান।

• হগকে কার্তিকের পর পর তিনটি বাউন্ডারি।

• বল করতে এলেন হগ।

• ৮ ওভারে গুজরাত ৬৭/২।

• সুরেশ রায়নার সঙ্গে ব্যাট করতে এলেন দীনেশ কার্তিক।

• চাওলার বলে মনীশ পাণ্ডেকে ক্যাচ দিয়ে আউট হলেন ম্যাকালাম। করলেন ২৯ রান।

• আউট...

• ৭ ওভারে গুজরাত ৬৩/১।

• এই ওভার থেকে গুজরাত নিল ১৭ রান।

• আবার ছক্কা। সেই মর্কেলকে ম্যাকালামের।

• মর্নি মর্কেলকে ম্যাকালামের পর বাউন্ডারি, ওভার বাউন্ডারি।

• ৬ ওভারে গুজরাত ৪৬/১।

• বল করতে গিয়ে সাকিবের গোড়ালিতে চোট।

• সাকিবের বলেন বোল্ড স্মিথ। করলেন ২৭ রান।

• আউট...

• সাকিবকে স্মিথের ছক্কা।

• ৫ ওভারে গুজরাত ৩৬/০।

• ৪ ওভারে গুজরাত ৩৪/০।

• ৩ ওভারে কলকাতা ২৩/০।

• এই ওভার থেকে এল ১৩ রান।

• সাকিব আল হাসানের ওভারে স্মিথের দুটো ও ম্যাকালামের একটি বাউন্ডারি।

• ২ ওভারে গুজরাত ১০/০।

• এই ওভারে এল ৯ রান।

• মর্কেলকে স্মিথ, ম্যাকালামের বাউন্ডারি।

১ ওভারে গুজরাত ১/০।

• এই ওভার থেকে এল মাত্র ১ রান।

• বল করছে্ন আন্দ্রে রাসেল।

• ব্যাট করছেন ব্রেন্ডন ম্যাকালাম ও ডোয়েন স্মিথ।

• গুজরাতের ব্যাটিং শুরু।

• সাকিব ৬৬ রানে ও পঠান ৬৩ রানে অপরাজিত।

• ২০ ওভারে কলকাতা ১৫৮/৪।

• ব্রাভোকে সাকিবের ছক্কা।

• শেষ ওভারে বল করছেন ডোয়েন ব্রাভো।

• ১৯ ওভারে কলকাতা ১৪৫/৪।

• সাকিবের জোড়া বাউন্ডারি।

• বাউন্ডারি হাঁকিয়ে সাকিবের হাফ সেঞ্চুরি।

• ১৮ ওভারে কলকাতা ১৩৩/৪।

• এই ওভার থেকে এল ১৪ রান।

• ৪৬ রানে ব্যাট করছেন সাকিব।

• সাকিবের জোড়া ছক্কা।

• ১৭ ওভারে কলকাতা ১১৮/৪।

• ১০ রান এল এই ওভার থেকে।

• ১৬ ওভারে কলকাতা ১০৮/৪।

• এই ওভারে ১০ রান নিল কলকাতা।

• ইউসুফ পঠানের হাফ সেঞ্চুরি। ৩১ বলে করলেন ৫০।

• ব্রাভোকে সাকিবের ছক্কা।

• ২৪ রানে ব্যাট করছেন সাকিব।

• হাফ সেঞ্চুরির সামনে ইউসুফ পঠান। ৪৮ রানে ব্যাট করছেন ইউসুফ।

• ১৫ ওভারে কলকাতা ৯৮/৪।

• এই ওভার থেকে এল ১০ রান।

• জাদেজাকে পঠানের বাউন্ডারি।

• ১৪ ওভারে কলকাতা ৮৮/৪।

• এই ওভার থেকে এল ৫ রান।

• ১৩ ওভারে কলকাতা ৮৩/৪।

• এই ওভার থেকে এল ৯ রান।

• জাদেজাকে পঠানের বাউন্ডারি।

• ২০ রানে ব্যাট করছেন সাকিব আল হাসান ও ৩০ রানে ব্যাট করছেন ইউসুফ পঠান।

• ১২ ওভারে কলকাতা ৭৪/৪।

• এই ওভার থেকে এল ১০ রান।

• তাম্বেকে পঠান ও সাকিবের বাউন্ডারি।

• ১১ ওভারে কলকাতা ৬৪/৪।

• এই ওভার থেকে এল ৭ রান।

• জাদেজাকে পঠানের বাউন্ডারি।

• বল করতে এসেছেন জাদেজা।

• ১০ ওভারে কলকাতা ৫৭/৪।

• আবার বাউন্ডারি।

• শিভিল কৌশিককে পঠানের ওভার বাউন্ডারি।

• ৯ ওভারে কলকাতা ৪৩/৪।

• এই ওভার থেকে এল মাত্র ২ রান।

• ৮ ওভারে কলকাতা ৪১/৪।

• স্মিথকে সাকিবের বাউন্ডারি।

• ৭ ওভারে কলকাতা ৩৩/৪।

• পাওার প্লে ওভারে কলকাতা নিতে পারল ২৮ রান হারাল ৪ উইকেট।

• ৬ ওভারে কলকাতা ২৮/৪।

• স্মিথকে পঠানের বাউন্ডারি।

• ব্যাট করতে এলেন ইউসুফ পঠান।

• এই ওভারে এল ৭ রান ও একটি উইকেট।

• স্লিপে রায়নার এক হাতে ক্যাচ।

• রায়নার অনবদ্য ক্যাচে স্মিথের বলে আউট সূর্যকুমার যাদব। করলেন মাত্র ১২ রান।

• আউট...

• ৫ ওভারে কলকাতা ২১/৩।

• মেডেন ওভার প্রবীন কুমারের।

• ৪ ওভারে কলকাতা ২১/৩।

• ব্যাট করতে এলেন সাকিব আল হাসান।

• কূলকার্নীর বলে কার্তিককে ক্যাচ দিয়ে আউট উথাপ্পা। করলেন ১৪ রান।

• আউট...

• কূলকার্নীকে উথাপ্পার বাউন্ডারি।

• ৩ ওভারে কলকাতা ১৭/২।

• মাত্র ২ রান এল এই উইকেটে।

• ক্রিজে রয়েছেন রবিন উথাপ্পা।

• ব্যাট করতে এসেছেন সূর্যকুমার যাদব।

• কোনও রান না করেই ভুবনেশ্বর কুমারের বলে কার্তিককে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন মনীশ পাণ্ড্য।

• ব্যাট করতে এসেছেন মনীশ পাণ্ড্য।

• প্রবীন কুমারের বলে বোল্ড গৌতম গম্ভীর। করলেন মাত্র ৫ রান।

• আউট...

• ২ ওভারে কলকাতা ১৫/০।

• কূলকার্নীকে জোড়া বাউন্ডারি উথাপ্পার।

• বল করতে এসেছেন ধাওয়াল কূলকার্নী।

• ১ ওভারে কলকাতা ৫/০।

• বল করছেন প্রবীন কুমার।

• ব্যাট করতে এসেছেন গৌতম গম্ভীর ও রবিন উথাপ্পা।

• খেলা শুরু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kkr gujrat ipl 2016
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE