Advertisement
২৫ এপ্রিল ২০২৪
IPL 2023

১৫ মাস পরে ভারতীয় দলে সুযোগ! কী মনে হচ্ছে রাহানের? মুখ খুললেন ধোনিদের দলের ব্যাটার

দীর্ঘ ১৫ মাস পরে ভারতের টেস্ট দলে সুযোগ পেয়েছেন অজিঙ্ক রাহানে। এত দিন পরে জাতীয় দলে সুযোগ পাওয়ার পরে মুখ খুললেন রাহানে। কী বললেন তিনি?

Picture of Ajinkya Rahane

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ভাল ছন্দে রয়েছেন অজিঙ্ক রাহানে। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ ২০:২৩
Share: Save:

গত বছর ১১ জানুয়ারি শেষ বার ভারতের টেস্ট দলে খেলেছিলেন অজিঙ্ক রাহানে। ১৫ মাস পরে আবার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে নেওয়া হয়েছে তাঁকে। আইপিএলে ভাল খেলার সুবাদেই কি জাতীয় দলে প্রত্যাবর্তন হল রাহানের? সাম্প্রতিক ফর্ম তাঁর প্রত্যাবর্তনের একটা কারণ অবশ্যই। জাতীয় দলে সুযোগ পাওয়ার পরে অবশেষে মুখ খুললেন আইপিএলে চেন্নাই সুপার কিংসের ব্যাটার।

নিজের সমাজমাধ্যমের পাতায় রাহানে লিখেছেন, ‘‘পেশাদার ক্রিকেটার হিসাবে আমি বুঝেছি যে সব সময় সব কিছু সাবলীল ভাবে চলে না। অনেক সময় পরিকল্পনার বাইরেও অনেক কিছু হয়। তখন ভুল করার আশঙ্কা থাকে। কিন্তু আমি শিখেছি যে পরিশ্রম করে যেতে হবে। ফলের কথা ভাবলে হবে না।’’

সময় বিশেষে ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব করলেও অনেক সময় দল থেকে বাদ পড়তে হয়েছে রাহানেকে। তিনি জানেন এই পরিস্থিতিতে কী করতে হয়। এ বারও সেটা করেছেন। রাহানে লিখেছেন, ‘‘আমি শিখেছি যে প্রত্যাশা মতো ফল না হলেও নিজের কাজটা মন দিয়ে করে গেলে সেই সময়ই সব থেকে বেশি শেখা যায়। সেই সময় ক্রিকেটার হিসাবে আরও উন্নতি হয়। আমি সেটাই মেনে চলার চেষ্টা করেছি।’’

দীর্ঘ দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেললে কোনও ক্রিকেটারের উপর প্রত্যাশা তৈরি হয়। সেই প্রত্যাশার চাপ পূরণ করা সহজ নয়। রাহানের ক্ষেত্রেও সেটাই হয়েছে। কিন্তু প্রত্যাশার চাপ সরিয়ে রাখতে চাইছেন রাহানে। অনেক খোলা মনে খেলতে চাইছেন তিনি। মহেন্দ্র সিংহ ধোনিদের দলের ক্রিকেটার লিখেছেন, ‘‘এত দিন ধরে জাতীয় দলে খেললে প্রত্যাশার চাপ থাকবেই। কিন্তু আমি শিখেছি যে এই চাপ সরিয়ে রেখে খেলতে নামতে হবে। শুধু নিজের শক্তি অনুযায়ী তৈরি হতে হবে। সুযোগ আসবেই। সেটা কাজে লাগাতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2023 India Cricket Ajinkya Rahane
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE