Advertisement
০৪ মে ২০২৪
IPL 2023

আনন্দবাজার অনলাইনের বিচারে কলকাতা-বেঙ্গালুরু ম্যাচের সেরা চাল কোনটি?

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। এই ম্যাচে নাইট অধিনায়ক নীতীশ রানা কোন চালে বাজিমাত করলেন? বিচার করল আনন্দবাজার অনলাইন।

picture of IP 2023

ইডেনে প্রথম ম্যাচেই বড় জয় তুলে নিল নাইটরা। ছবি: আইপিএল।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ ২৩:৪০
Share: Save:

আইপিএলে ঘরের মাঠে প্রথম ম্যাচে বড় জয় তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮১ রানে হারাল নাইট। কলকাতার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন স্পিনাররা।

ইডেনের উইকেটে তেমন সাহায্য পেলেন না জোরে বোলাররা। কলকাতার অভিজ্ঞ কোচ ২২ গজের চরিত্র বুঝতে ভুল করেননি। তাই ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে বেছে নিয়েছিলেন অপরিচিত স্পিনার সুযশ শর্মাকে। সুনীল নারাইন, বরুণ চক্রবর্তীরা তো ছিলেনই। বিরাট কোহলিদের আটকাতে স্পিনারদের উপরেই ভরসা করেছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত। তাঁর সেই চালেই শেষ পর্যন্ত বাজিমাত করল নাইটরা। বৃহস্পতিবারের ম্যাচে স্পিনারদের দিয়ে মূল বোলিং আক্রমণ সাজানোই নাইটদের সেরা চাল।

নাইট কোচ যে ভুল করেননি তা প্রমাণ হয়েছে দলের স্পিনারদের পারফরম্যান্সেই। নারাইন ১৬ রান দিয়ে ২ উইকেট নিলেন। বরুণ ৪ উইকেট নিলেন মাত্র ১৫ রান খরচ করে। নিঃসন্দেহে বৃহস্পতিবারের ইডেনে কলকাতার সেরা চমক সুযশ। ৩০ রান দিলেও ৩ উইকেট তুলেন নিলেন এ দিনই আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামা অদ্ভুত বোলিং অ্যাকশনের স্পিনার। তাঁর বল পড়তেও সমস্যা পড়লেন বেঙ্গালুরুর অভিজ্ঞ ব্যাটাররা।

বরুণ এবং নারাইন শুরুতে প্রতিপক্ষ শিবিরকে ধাক্কা দেওয়ার পর বেঙ্গালুরুর ব্যাটিং লেজ ছেঁটে ফেললেন সুযশ। খেলা শেষ হওয়ার পর দলের স্পিনারদের পারফরম্যান্সের প্রশংসা করলেন কেকেআর অধিনায়ক নীতীশ রানাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2023 KKR RCB
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE