Advertisement
০৪ মে ২০২৪
IPL 2023

জয়ের ধারা বজায় রাখতে চান ধোনিরা, প্রতিপক্ষ হায়দরাবাদের লক্ষ্য জয়ে ফেরা

শুক্রবার দক্ষিণের দুই দলের খেলা আইপিএলে। চেন্নাইয়ের ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস।

Picture of CSK cricketers

আগের ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়েছে চেন্নাই। সেই ধারা বজায় রাখতে চান মহেন্দ্র সিংহ ধোনিরা। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৩ ০৯:১৮
Share: Save:

শুক্রবার আইপিএলে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। এক দিকে মহেন্দ্র সিংহ ধোনিরা জয়ের ধারা বজায় রাখতে চান। অন্য দিকে আইডেন মার্করামদের লক্ষ্য জয়ে ফেরা।

আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে তাদের ঘরের মাঠে হারিয়েছে চেন্নাই। টান টান ম্যাচ হলেও শেষ পর্যন্ত জিতে মাঠ ছেড়েছেন ধোনিরা। দলের ব্যাটিং বিভাগ ভাল খেললেও প্রশ্ন উঠছে বোলারদের নিয়ে। হায়দরাবাদের বিরুদ্ধে বোলারদের কাছে ভাল পারফরম্যান্স চান ধোনি।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

অন্য দিকে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জিতলেও আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে হায়দরাবাদ। আরও এক বার জয়ে ফিরতে মরিয়া তারা। তবে প্রতিপক্ষ চেন্নাই। ধোনিদের তাঁদের ঘরের মাঠে হারানো মোটেই সহজ নয়।

শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে শুরু হবে খেলা। অর্থাৎ, টস গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যে দল টসে জিতবে তাদের প্রথমে বল করার সম্ভাবনা বেশি। হায়দরাবাদকে হারালে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দু’দল রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে একই পয়েন্টে চলে আসবে চেন্নাই। অন্য দিকে হায়দরাবাদ জিতলে পয়েন্ট তালিকায় কলকাতা নাইট রাইডার্সকে টপকে যাবেন মার্করামরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2023 CSK SRH
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE