আইপিএলের প্লে-অফের দু’টি ম্যাচ যে ২৪ ও ২৫ মে ইডেন গার্ডেন্সে হবে সে কথা গত ১৬ এপ্রিল জানিয়েছিল আনন্দবাজার অনলাইন। সেই খবর যে ঠিক তা জানিয়ে দিল বিসিসিআই। মঙ্গলবার প্লে-অফের সূচি ঘোষণা করল বিসিসিআই। তাতে জানানো হয়েছে, আইপিএলের প্লে-অফের দু’টি ম্যাচ কলকাতায় হবে। বাকি দু’টি ম্যাচ হবে আমদাবাদে।
বিসিসিআইয়ের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ’২৪ থেকে ২৯ মে-র মধ্যে কলকাতা ও আমদাবাদে আইপিএলের প্লে-অফ হবে। কলকাতার ইডেন গার্ডেন্সে ২৪ মে হবে প্রথম কোয়ালিফায়ার। ২৫ মে হবে এলিমিনেটর। তার পরে ২৭ মে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল হবে ২৯ মে।’