গত বছর সানরাইজার্স হায়দরাবাদে থেকে অনেক অপমান সহ্য করতে হয়েছিল ডেভিড ওয়ার্নারকে। বৃহস্পতিবার এ বারের আইপিএলে পুরনো দলকে প্রথম বার সামনে পেয়েই জ্বলে উঠলেন তিনি। অপরাজিত ৯২ রানের ইনিংস খেললেন। একই সঙ্গে গড়ে ফেললেন বিশ্বরেকর্ড। টপকে গেলেন ক্রিস গেলকে।
টি-টোয়েন্টি ফরম্যাটে সব থেকে বেশি অর্ধশতরানের নজির গড়লেন ওয়ার্নার। এ দিন তিনি ৩৪ বলে অর্ধশতরান করেন। সেই সঙ্গেই গেলকে টপকে গেলেন তিনি। টি-টোয়েন্টিতে ওয়ার্নারের ৮৯টি শতরান হল। গেলের রয়েছে ৮৮টি। এর পরে রয়েছেন বিরাট কোহলী (৭৭), অ্যারন ফিঞ্চ (৭০) এবং রোহিত শর্মা (৬৯)।