চার বছর ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। ইডেন গার্ডেন্সে খেলেছেন বহু ম্যাচ। কিন্তু বুধবার যে ভালবাসা, সমর্থন দীনেশ কার্তিক পেলেন, তা আগে কখনও পেয়েছেন কি? বিরাট কোহলীতে আচ্ছন্ন কলকাতা এ দিন হঠাৎই আপন করে নিল কার্তিককে। ‘ঘরের মাঠের’ সমর্থন পেয়ে কার্তিক আস্থার দাম রাখলেন। ২৩ বলে অপরাজিত ৩৭ রান করে বেঙ্গালুরুর স্কোর দুশো পার করে দিলেন।
চতুর্থ উইকেট পড়ার পর তিনি যখন নামেন, তখনও বেঙ্গালুরু খুব একটা ভাল জায়গায় নেই। তখন একা লড়ছেন রজত পতিদার। দলের প্রথম সারির ব্যাটাররা সাজঘরে ফিরে গিয়েছেন। বরাবরের মতো এ দিনও কার্তিকের ব্যাটের উপর ভরসা করছিল বেঙ্গালুরু। সেই ভরসা ব্যর্থ হতে দিলেন না কিছু দিন আগেই দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলে প্রত্যাবর্তন করা কার্তিক। তিনি নামতেই স্টেডিয়াম জুড়ে রব উঠল ‘ডিকে, ডিকে’।