গ্রুপ পর্বের খেলা শেষ লখনউ সুপার জায়ান্টসের। ১৪টি ম্যাচই খেলে ফেলেছেন লোকেশ রাহুলরা। কলকাতা নাইট রাইডার্সকে বুধবার হারিয়ে দিয়ে প্লে-অফের জায়গা পাকাও করে ফেলেছেন। এমন অবস্থায় সম্ভবত শুক্রবার কলকাতায় আসছে লখনউ।
প্লে-অফের চারটি দলের মধ্যে লখনউই প্রথম দল যারা কলকাতায় আসছে। তবে তারা কোন দিন মাঠে নামবে তা এখনও স্পষ্ট নয়। পয়েন্ট তালিকায় এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে লখনউ। সেই স্থান ধরে রাখতে পারলে ২৪ মে মাঠে নামবে তারা। কিন্তু তৃতীয় স্থানে নেমে গেলে খেলতে হবে ২৫ মে।