Advertisement
০৪ মে ২০২৪
IPL 2022

Odean Smith: আরও ১৩টি শৃঙ্গ দেখা বাকি রয়েছে আমাদের, এমন কেন বললেন কোহলীদের হারানো ওডিন স্মিথ

২৫ বছরের জামাইকান অলরাউন্ডারের এই ইনিংস কিছুটা অপ্রত্যাশিত। মূলত ফাস্ট বোলার হিসেবেই পরিচিত হলেও বল হাতে রবিবারের ম্যাচে নজর কাড়তে পারেননি।

ওডিন স্মিথ।

ওডিন স্মিথ। ছবি: টুইটার থেকে

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৮ মার্চ ২০২২ ১৮:৩৬
Share: Save:

বিশ্বাসে মিলায়ে বস্তু, তর্কে বহু দূর। আইপিএলে পঞ্জাব কিংসের সম্ভাব্য ফলাফল নিয়ে এমনই বক্তব্য ওডিন স্মিথের। অর্থাৎ, বিশ্বাস রাখতে পারলে চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব নয়।

আইপিএলের প্রথম ম্যাচেই ব্যাট হাতে চমক দেখিয়েছেন ওডিন স্মিথ। তাঁর ৮ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দেওয়া ২০৫ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে পঞ্জাব। ২৫ বছরের জামাইকান অলরাউন্ডারের এই ইনিংস কিছুটা অপ্রত্যাশিত। মূলত ফাস্ট বোলার হিসেবেই পরিচিত। যদিও বল হাতে রবিবারের ম্যাচে নজর কাড়তে পারেননি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে পাঁচটি এক দিনের ম্যাচ এবং ১০টি টি-টোয়েন্ট ম্যাচ খেলা ওডিন মনে করেন তাঁরা আইপিএল চ্যাম্পিয়ন হতেই পারেন। ওডিন বলেছেন, ‘‘আমরা ভাল শুরু করার উপর গুরুত্ব দিয়েছিলাম। নিজেদের উপর বিশ্বাস রাখা গুরুত্বপূর্ণ। বল হাতে ভাল করতে পারিনি। কয়েকটি বিষয়ে আমাকে উন্নতি করতে হবে। ব্যাট হাতে ভাল পারফর্ম করতে পেরেছি। দলের জয়ে সাহায্য করতে পেরেছি।’’ নিজের সাফল্য নিয়ে বলেছেন, ‘‘সব কিছুই নির্ভর করে প্রয়োগ করার উপর। বল হাতে ভাল করতে পারিনি। সে জন্য চড়া মাশুল দিতে হয়েছে। পঞ্জাব এখনও আইপিএল ট্রফি জেতেনি। নিজেদের উপর বিশ্বাস রাখলে সেটা অসম্ভব নয়। আমরা ‘ফোর্টিন পিকস’ নামে একটা তথ্যচিত্র দেখেছি। কিন্তু আরও ১৩টি শৃঙ্গ দেখা বাকি রয়েছে আমাদের।’’

আন্তর্জাতিক ক্রিকেটে তেমন কোনও উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই ওডিনের। সেখানে আইপিএলের অভিষেক ম্যাচেই সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। ম্যাচ সেরার পুরস্কার পেয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আরও আত্মবিশ্বাসী তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2022 PK RCB Odean Smith
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE