Advertisement
০৭ মে ২০২৪
Ravichandran Ashwin

Ravichandran Ashwin: চর্চায় দিল্লির বিরুদ্ধে অশ্বিনের অদ্ভুত ‘ওঠবোস’ ব্যাটিং ভঙ্গি

তাঁর ব্যাট করার এই অদ্ভুত ধরন নিয়েই চর্চা চলছে নেট মাধ্যমে। কেউ বলছেন, ক্রিকেটে নতুন শটের উদ্ভাবন করলেন অশ্বিন। অনেকে নাম দিয়েছেন বৈঠক শট।

চর্চায় অশ্বিনের এই ব্যাটিং ভঙ্গি।

চর্চায় অশ্বিনের এই ব্যাটিং ভঙ্গি। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০২২ ১৮:২৮
Share: Save:

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বুধবারের খেলায় আইপিএলে প্রথম অর্ধশতরান করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তিন নম্বরে ব্যাট করতে নেমে সফল হয়েছেন তিনি। কিন্তু তাঁর ব্যাট করার ভঙ্গি ঘিরে শুরু হয়েছে আলোচনা।

ইনিংসের ১২তম ওভারে দিল্লির বাঁহাতি স্পিনার কুলদীপ যাদবের বিরুদ্ধে ব্যাট করার সময় পিচের উপর ব্যাট প্রায় পুরো পেতে দেন অশ্বিন। এ ভাবে ব্যাটিং করে ক্রিজ ছেড়ে এগিয়ে এসে কুলদীপকে ছয়ও মারেন অশ্বিন। প্রতিটি বল খেলেন সাবলীল ভাবে।

তাঁর ব্যাট করার এই অদ্ভুত ধরন নিয়েই চর্চা চলছে নেট মাধ্যমে। কেউ বলছেন, ক্রিকেটে নতুন শটের উদ্ভাবন করলেন অশ্বিন। কেউ নাম দিয়েছেন বৈঠক শট। কেউ আবার বলেছেন উঠক বৈঠক (ওঠবোস) শট। অনেকে আবার মনে করছেন প্রতিপক্ষ দলের বোলারের পরিকল্পনা ভেস্তে দিতেই এমন অদ্ভুত ভঙ্গিতে ব্যাটিং করেছেন তিনি।

রাজস্থানের অভিজ্ঞ অলরাউন্ডার অবশ্য নিজের ব্যাটিংয়ের নতুন ধরন নিয়ে মুখে রা কাটেননি। অশ্বিনের ব্যাটের হাত যথেষ্ট ভাল। টেস্ট ক্রিকেটে তাঁর শতরানও রয়েছে। কিন্ত, এমন ভঙ্গিতে আগে কখনও ব্যাট করতে দেখা যায়নি তাঁকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE