মুম্বই ইন্ডিয়ান্স দলে থাকার সময় দু’বার আইপিএল জয়ের স্বাদ পেয়েছিলেন রাহুল চাহার। এ বার তিনি পঞ্জাব কিংস দলে। এমন একটি দল যারা এখনও পর্যন্ত কোনও বছর আইপিএল জিততে পারেনি। তবে ভারতীয় স্পিনার মনে করছেন অনিল কুম্বলের প্রশিক্ষণে এই বছর আইপিএল জেতার দাবিদার পঞ্জাব।
২০১৪ সালে আইপিএল ফাইনাল খেলেছিল পঞ্জাব। সে বছর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হেরে গিয়েছিল তারা। চাহারের মতে ময়ঙ্ক অগ্রবালের নেতৃত্বে এই বছর আইপিএল জিততে পারবে পঞ্জাব। এ বারের আইপিএলে ৪ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন চাহার। পঞ্জাবের হয়ে সব থেকে বেশি উইকেট তাঁর দখলে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের এ বার আইপিএল জেতার ১০০ শতাংশ সুযোগ রয়েছে। আমাদের দলের যা ভারসাম্য এবং যে ভাবে ব্যাটাররা খেলছে তাতে জেতাই উচিত।”
শেন ওয়ার্নের ভক্ত চাহার। তবে তাঁর সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। তিনি বলেন, “আট বছর বয়স থেকে শেন ওয়ার্নের খেলা দেখি এবং তাঁর মতো বল করার চেষ্টা করি। ছোটবেলা থেকে তিনিই আমার আদর্শ। দেখা করতে চেয়েছিলাম কিন্তু সেটা সম্ভব হয়নি। ওয়ার্ন যখন রাজস্থানের মেন্টর ছিলেন, আমি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতাম। একটি ম্যাচে দেখা করার চেষ্টা করেছিলাম, কিন্তু সম্ভব হয়নি।”