Advertisement
২৫ এপ্রিল ২০২৪
IPL 2022

Shane Watson: নো বল বিতর্কে বিভাজন দিল্লি শিবিরেই, দলের সমালোচনা সহকারী কোচ শেন ওয়াটসনের

সহকর্মী আমরের ভূমিকার সমালোচনা করে ওয়াটসন বলেছেন, ‘‘কেউ ও ভাবে দৌড়ে মাঠে ঢুকে যাবে, এটা মেনে নেওয়া যায় না। আমাদের আচরণ একদমই ভাল ছিল না।’’

শুক্রবার মাঠেই আপত্তি জানান ওয়াটসন।

শুক্রবার মাঠেই আপত্তি জানান ওয়াটসন। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ১৩:৫১
Share: Save:

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে নো বল বিতর্কে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিভাজন স্পষ্ট দিল্লি ক্যাপিটালস শিবিরে। দিল্লির অন্যতম সহকারী কোচ শেন ওয়াটসনের মতে ওরকম আগ্রাসী ভাবে প্রতিবাদ করা একদমই উচিত হয়নি। বরং মাঠের আম্পায়ারদের সিদ্ধান্তই মেনে নেওয়া উচিত ছিল সকলের।

দিল্লির ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলটি ছিল কোমরের কাছাকাছি উচ্চতার ফুলটস। মাঠের আম্পায়াররা নো ডাকেননি। এর পরেই নজিরবিহীন নাটকীয় মুহূর্ত তৈরি হয়। দিল্লির ডাগআউটে থাকা ডেভিড ওয়ার্নাররা হাতের ইশারায় নো বলের দাবি জানান। অধিনায়ক ঋষভ পন্থ দুই ব্যাটারকে ডেকে নেন। দলের অন্যতম সহকারী কোচ প্রবীণ আমরে সবাইকে অবাক করে দিয়ে সরাসরি মাঠে ঢুকে এক আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান।

ঋষভ, আমরেদের এই আগ্রাসী প্রতিবাদ মেনে নিতে পারেননি ওয়াটসন। তিনি মনে করছেন দল এমন বিতর্কে না জড়ালেই ভাল হত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়াটসন বলেছেন, ‘‘শেষ ওভারে যেটা হয়েছে সেটা অত্যন্ত হতাশার। ওই ঘটনার আগে আমরা ম্যাচের কখনই সব কাজগুলো এক সঙ্গে ঠিক ভাবে করতে পারিনি। শেষ ওভারে যেটা হল সেটা দিল্লি ক্যাপিটালসের করা ঠিক হয়নি। আম্পায়ারদের সিদ্ধান্ত। ঠিক হোক বা ভুল, আমাদের মেনে নেওয়া উচিত।’’

দলের অন্যতম সহকারী কোচ তথা সহকর্মী আমরের ভূমিকারও সমালোচনা করেছেন ওয়াটসন। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘‘কেউ ও ভাবে দৌড়ে মাঠের ভিতর ঢুকে যাবে, এটা একদমই মেনে নেওয়া যায় না। মেনে নেওয়াই ভাল যে আমাদের আচরণ একদমই ভাল ছিল না।’’

শেষ ওভারের ওই ঘটনা আসল কাজ থেকে ক্রিকেটারদের ফোকাস সরিয়ে দেয় বলেও মনে করেন ওয়াটসন। দলের সকলের কাছে আরও সংযত আচরণ আশা করেন তিনি। উল্লেখ্য বিচ্ছিন্নবাসে থাকায় শুক্রবারের ম্যাচে দিল্লির ডাগআউটে থাকতে পারেননি কোচ রিকি পন্টিং।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE