প্রতি বছরই আইপিএলে এমন কয়েক জন তরুণ ক্রিকেটার আসেন যাঁরা নিজেদের প্রতিভা দিয়ে সবাইকে চমকে দেন। তাঁদের মধ্যে অনেকেই পরবর্তীতে ভারতীয় দলে খেলার সুযোগ পান। এ বারও বেশ কয়েক জন ক্রিকেটার নজর কেড়েছেন। তাঁদের মধ্যে বোলারের সংখ্যাই বেশি। এমনই দুই তরুণ ভারতীয় বোলারের খেলা দেখে মুগ্ধ বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁরা পরবর্তীতে ভারতীয় দলে সুযোগ পেলে তিনি অবাক হবেন না বলেই জানিয়েছেন।
যে দুই পেসারের নাম সৌরভ করেছেন তাঁরা হলেন সানরাইজার্স হায়দরাবাদের উমরান মালিক ও রাজস্থান রয়্যালসের কুলদীপ সেন। এ বারের আইপিএলে আগুনে গতিতে বল করছেন উমরান। প্রতিযোগিতার সব থেকে দ্রুত গতির বল (প্রতি ঘণ্টায় ১৫৭ কিলোমিটার) তাঁরই করা। অন্য দিকে রাজস্থানের হয়ে কুলদীপ নজড় কেড়েছেন। বিশেষ করে ডেথ ওভারে যথেষ্ট ভাল বল করেছেন তিনি