প্রথম বার আইপিএল খেলতে নেমেই চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। দলের কেউ কৃতিত্ব দিচ্ছেন অধিনায়ক হার্দিক পাণ্ড্যকে, কেউ কোচ আশিস নেহরাকে, কেউ বোলারদের। কিন্তু সবার মতে মূল কৃতিত্ব দলের পরিবেশের। গোটা দলটা একটা পরিবার হয়ে উঠেছিল। সেটাই গুজরাতের চ্যাম্পিয়ন হওয়ার পথটা সহজ করে দিয়েছে।
লকি ফার্গুসন: আমি একা নয়, আমরা সবাই খুব ভাল বল করেছি। হার্দিক দুর্দান্ত। সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।
শুভমন গিল: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় আমার কাছে যতটা বড় ছিল, আইপিএল জেতাও ততটাই বড়। এটা আমার চতুর্থ বছর। শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকাই লক্ষ্য ছিল। কোচেদের সঙ্গে সেরকমই কথা হয়েছিল। বোলাররা সত্যিই ভাল বল করেছে। না হলে ১৩০ রানে ওদের আটকে রাখা সম্ভব হত না। আমরা চেয়েছিলাম ওদের ১৫০ রানের মধ্যে আটকে রাখতে। তার থেকেও কম রানে আটকে রাখতে পেরেছি।
ডেভিড মিলার: দুর্দান্ত একটা যাত্রা। এটা দলগত প্রচেষ্টার ফল। প্রত্যেকে ভাল খেলেছে। আমাদের অধিনায়ক হার্দিক পাণ্ড্য সারক্ষণ খোশ মেজাজে থাকে। হার্দিক এবং আশিস নেহরা, দু’জনের সঙ্গেই আমাদের বোঝাপড়াটা খুব ভাল। প্রতিযোগিতা যত এগিয়েছে, ওর পরিকল্পনাগুলো তত অসাধারণ হয়েছে। একটু একটু করে আমরা শক্তিশালী হয়েছি।