মাঠে ঢোকার আগে এক ঝাঁক গুজরাত টাইটান্স সমর্থক চিৎকার করছিলেন। জিজ্ঞেস করতে বললেন ঋদ্ধিমান সাহা আর মহম্মদ শামির জন্যই এসেছেন তাঁরা। বাংলার দুই ক্রিকেটারের থেকে অনেক আশা ছিল ইডেনমুখী দর্শকের। কিন্তু দু’জনেই হতাশ করলেন।
বল হাতে নিজের প্রথম দু’ওভারে ৩০ রান দিয়েছিলেন শামি। নতুন বলে উইকেট নেওয়াই ছিল যাঁর নিয়মিত কাজ, সেই শামি নিজের ঘরের মাঠে ব্যর্থ। ম্যাচ শেষ করলেন ৪ ওভারে ৪৩ রান দিয়ে এক উইকেট নিয়ে। শামি ব্যর্থ হলেও ইডেনের আশা ছিল ঋদ্ধিকে নিয়ে। বাংলার এক কর্মকর্তার উপর রাগ, অভিমান, বাংলার হয়ে না খেলার সিদ্ধান্ত, এমন অনেক কিছুর জবাব দেখার আশা ছিল ইডেনের দর্শকের। কিন্তু সে আশায় জল ঢাললেন ট্রেন্ট বোল্ট।