Advertisement
২৭ জুলাই ২০২৪
IPL 2023

শাকিবকে অধিনায়ক করল না কলকাতা! বিস্মিত আইপিএলের ১২ বছরের কোচ

শ্রেয়সের অনুপস্থিতিতে কলকাতা নাইট রাইডার্সের প্রধান ক্রিকেটার হতে পারেন শাকিব। এমনই মত আইপিএলে ১২ বছর কোচিং করানো প্রাক্তন ক্রিকেটারের। রাসেল, নারাইনের উপর তাঁর তেমন আস্থা নেই।

picture of Shakib Al Hasan

এ বারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম অস্ত্র শাকিব। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৩ ২০:৪৬
Share: Save:

চোটের জন্য অধিনায়ক শ্রেয়স আয়ারকে এ বারের আইপিএলে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। দু’বারের চ্যাম্পিয়নদের কাছে এই বড় ধাক্কা সামলানোর মতো ক্রিকেটারও আছে। তিনি বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। এমনই মনে করছেন সানরাইজার্স হায়দরাবাদের প্রাক্তন কোচ টম মুডি।

মুডির মতে শাকিব বিদেশি হলেও, তাঁর উপর নির্ভর করতে পারে কেকেআর। আইপিএলে হায়দরাবাদ ছাড়াও কিংস ইলেভেন পঞ্জাবকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে মুডির। প্রথম বছর থেকেই এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত তিনি। অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার বলেছেন, ‘‘শাকিব দক্ষ ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে ওর। শুধু কি বিদেশি বলে ওকে দায়িত্ব দেওয়া হল না? শাকিব এমন এক জন ক্রিকেটার, যার উপর ভরসা রাখা যায়। দল নির্ভর করতে পারে।’’

বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডারকে ব্যাটিং অর্ডারের চার নম্বরে খেলানো উচিত বলে মনে করেন মুডি। তাঁর মতে, কেকেআরের উচিত শাকিবকে বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে ব্যবহার করা। প্রয়োজন হলে স্পিনার শাকিবকে ব্যবহার করা যেতে পারে। মুডি বলেছেন, ‘‘শাকিবকে সব সময়ই অতিরিক্ত বিদেশি হিসাবে ব্যবহার করা হয়েছে। যখন খেলেছে, তখনও ওকে ঠিক ভাবে ব্যবহার করা হয়নি। ওকে চার নম্বরে খেলালে খেলার গতি নিয়ন্ত্রণ করতে পারবে। শাকিবকে বলা উচিত, তুমি মূলত ব্যাটার হিসাবে খেল। প্রয়োজন হলে বল করবে। কেকেআরে যথেষ্ট স্পিনার রয়েছে। বোলার শাকিব বাড়তি সুবিধা দেবে ওদের।’’

ওয়েস্ট ইন্ডিজ়ের ওপেনার সুনীল নারাইনকে কেকেআর ওপেনার হিসাবে ব্যবহার করে। এ বার এই কৌশলের পরিবর্তন করা উচিত বলে মনে করেন মুডি। তিনি বলেছেন, ‘‘মনে হয় না নারাইন এ বারেও ওপেন করবে। ওটা একটা পরীক্ষা ছিল। আইপিএলের একাধিক দল এবং বিশ্বের অন্যত্রও ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেটে ওকে আটকানোর উপায় বের করে ফেলেছে। নারাইন সাত বা আট নম্বরে বেশি কার্যকর হতে পারে।’’

শ্রেয়সের চোট কেকেআরে সব থেকে বড় সমস্যা বলে মনে করেন পঞ্জাব এবং হায়দরাবাদের প্রাক্তন কোচ। মুডির বক্তব্য, ‘‘সব দলের মধ্যে কেকেআরের সমস্যাই সব থেকে বড়। শ্রেয়সের চোট সত্যিই বড় সমস্যা। ওর অনুপস্থিতি দলের ভারসাম্য নষ্ট করবে। তবে বিকল্প ভারসাম্য তৈরির করার মতো ক্রিকেটার রয়েছে কেকেআরের। আন্দ্রে রাসেল এবং নারাইনকে ওরা সব সময় প্রথম একাদশে রাখে। মাথায় রাখা উচিত এখন ওরা প্রতিযোগিতার তরুণ ক্রিকেটারদের মধ্যে পড়ে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2023 KKR Shakib Al Hasan Tom Moody
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE