আইপিএলের ফাইনালে নামার আগে কলকাতা নাইট রাইডার্সে দু’জন সুনীল নারাইন! অনুশীলনে আসল নারাইনের সঙ্গে দেখা গেল নকল জনকেও। নাইট অধিনায়ক শ্রেয়স আয়ার বল করলেন নারাইনকে নকল করে। চেন্নাইয়ের পিচ স্পিন সহায়ক। সেখানে শ্রেয়সকেও বল করতে দেখা যাবে?
এ বারের আইপিএলে নারাইন যেমন ব্যাটার হিসাবে নজর কেড়েছেন, তেমনই বল হাতে দলকে ভরসা দিয়েছেন। নাইটদেরও আটকানো সম্ভব হয়নি। লিগ পর্বে কয়েকটি ম্যাচ হারলেও ফাইনালে উঠতে কোনও সমস্যা হয়নি শ্রেয়সদের। ফাইনালের আগে সেই শ্রেয়স নেটে বল করলেন। তা-ও আবার নারাইনকে নকল করে। হায়দরাবাদকে যদি দুই নারাইনকে সামলাতে হয়, তা হলে সমস্যা হতেই পারে। শ্রেয়সের সেই ভিডিয়ো পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স।
শ্রেয়স যদিও ভারতের হয়ে এর আগে বল করেছেন। টেস্টে বল করেছেন। সাদা বলের ক্রিকেটেও ভারতের হয়ে বল করতে দেখা গিয়েছে তাঁকে। আইপিএলে যদিও এত বছরে মাত্র এক ওভার বল করেছেন শ্রেয়স।
আরও পড়ুন:
২০২৩ সালে শ্রেয়স খেলতে পারেননি। তাঁর চোট লেগেছিল। এ বারের আইপিএলে শ্রেয়স ১৩ ম্যাচে ৩৪৫ রান করেছেন। দু’টি অর্ধশতরান করেছেন তিনি। নারাইন ১৩ ম্যাচে ৪৮২ রান করেছেন। একটি শতরান করেছেন তিনি। তিনটি অর্ধশতরানও করেছেন। বল হাতে ১৬টি উইকেট নিয়েছেন নারাইন।