আবারও হারল চেন্নাই সুপার কিংস। রবিবার তারা হেরেছে গুজরাত টাইটান্সের কাছে। এই নিয়ে দ্বিতীয় বার আইপিএলের শেষ চারে উঠতে ব্যর্থ তারা। ১৩ ম্যাচে এই নিয়ে নবম হার হল চেন্নাইয়ের। মহেন্দ্র সিংহ ধোনি নেতৃত্বে এসেও হাল বদলাচ্ছে না তাদের।
অনেকেই মনে করছেন, ধোনি শুধু এই মরসুমের জন্য দায়িত্ব নিয়েছেন। পরের বার বোধহয় চেন্নাইয়ের নতুন কোনও নেতা দেখা যাবে। ধোনি হয়তো আর খেলবেন না। কিন্তু এই মতের বিরোধী সুনীল গাওস্কর। প্রাক্তন ভারতীয় ব্যাটারের মতে, ধোনি সামনের বছরেও খেলবেন। কী দেখে এমন বুঝলেন তিনি? গাওস্করের মতে, খেলা চালিয়ে না গেলে কখনওই অধিনায়কের দায়িত্ব নিতেন না।