Advertisement
০৬ মে ২০২৪
IPL 2023

ধোনির ধমক! হার্দিকদের কাছে হারতে মাঠেই সতীর্থদের একপ্রস্ত বকুনি দিলেন মাহি

আইপিএলের প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে হেরেছে চেন্নাই সুপার কিংস। হারের পরে মাঠেই সতীর্থদের ধমক দিলেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। কী বললেন তিনি?

A Photograph of Mahendra Singh Dhoni

গুজরাত টাইটান্সের কাছে হারের পরে মাঠেই সতীর্থদের ধমক দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৩ ০০:২৮
Share: Save:

আইপিএলের প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের কাছে হারের পরে মাঠেই সতীর্থদের ধমক দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক দলের ভুল ধরিয়ে দিলেন। কোথায় কোথায় উন্নতি প্রয়োজন সে কথাও শোনা গেল ধোনির মুখে।

ম্যাচ শেষে হারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে ধোনি টেনে আনলেন ব্যাটারদের প্রসঙ্গ। প্রথম ইনিংসে শুরুটা ভাল করেছিল চেন্নাই। ভাল খেলছিলেন রুতুরাজ গায়কোয়াড়। কিন্তু তাঁকে কেউ সঙ্গ দিতে পারেননি। ফলে রান কম হয়েছে বলে মত ধোনির। তিনি বলেছেন, ‘‘আমরা জানতাম পরের দিকে শিশির পড়বে। তাই ব্যাটারদের আরও একটু দায়িত্ব নিয়ে খেলতে হত। রুতুরাজ খুব ভাল খেলেছে। কিন্তু বাকিরা ওকে সাহায্য করতে পারেনি। আমরা ১৫-২০ রান কম করেছি। সেখানেই হারতে হল।’’

শুধু ব্যাটারদের উপর নয় দলের বোলারদেরও দায়ী করেছেন ধোনি। বিশেষ করে অতিরিক্ত রান দেওয়ায় খুশি নন তিনি। ধোনি বলেছেন, ‘‘হাঙ্গারগেকরের গতি রয়েছে। কিন্তু ও এখনও তরুণ। বোলারদের বুঝতে হবে যে অতিরিক্ত রান দিলে দলের ক্ষতি। ওয়াইড-নো বোলারদের নিজেদের হাতে থাকে। সেটা যত কম হবে তত ভাল।’’

আগের বার আইপিএলের শেষ ৩ ম্যাচে হেরেছিল চেন্নাই। এ বারও প্রথম ম্যাচে হারল তারা। অর্থাৎ, টানা চারটি ম্যাচে হারতে হল ধোনিদের। আইপিএলে গুজরাত টাইটান্সকে এক বারও হারাতে পারেনি চেন্নাই। ধোনিদের পরের ম্যাচ ৩ এপ্রিল। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচে জয়ে ফিরতে চাইবেন ধোনিরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE