Advertisement
২৫ এপ্রিল ২০২৪
IPL 2023

মাঠেই ধাওয়ানকে হুঁশিয়ারি অশ্বিনের! আইপিএলে পঞ্জাব-রাজস্থান ম্যাচে নাটক

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন শিখর ধাওয়ানকে হুঁশিয়ারি দিলেন রবিচন্দ্রন অশ্বিন। আইপিএলে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে আলোচনা। ঠিক কী করেছিলেন অশ্বিন?

Picture of R Ashwin

রাজস্থান রয়্যালসের জার্সি গায়ে রবিচন্দ্রন অশ্বিন। আরও এক বার আলোচনার কেন্দ্রে তিনি। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ ১৭:৪৪
Share: Save:

আরও এক বার শিরোনামে রবিচন্দ্রন অশ্বিন। আইপিএলে আবার খেলা চলাকালীন মাঁকড়ীয় আউট করার ভঙ্গি দেখালেন তিনি। যদিও আউট করেননি। প্রতিপক্ষ দলের অধিনায়ক শিখর ধাওয়ানকে হুঁশিয়ারি দিলেন তিনি। বুঝিয়ে দিলেন, আরও এক বার ধাওয়ান উইকেট ছেড়ে বেরিয়ে গেলে তাঁকে মাঁকড়ীয় আউট করবেন তিনি।

পঞ্জাব কিংসের ইনিংসের সপ্তম ওভারে ঘটে এই ঘটনা। তখন ব্যাট করছিলেন প্রভসিমরন সিংহ। নন-স্ট্রাইকার হিসাবে দাঁড়িয়েছিলেন ধাওয়ান। অশ্বিন বল করার আগেই ক্রিজ ছেড়ে খানিকটা এগিয়ে যান ধাওয়ান। সেটা দেখে বল করার আগেই থেমে যান অশ্বিন। বোলারকে থেমে যেতে দেখে ধাওয়ান তড়িঘড়ি ক্রিজে ফিরে আসেন। সেই সময়ের মধ্যে চাইলে ধাওয়ানকে মাঁকড়ীয় আউট করতে পারতেন অশ্বিন। কিন্তু করেননি তিনি।

এই ঘটনা যখন ঘটছে তখন লং অন অঞ্চলে ফিল্ডিং করছিলেন জস বাটলার। তাঁকে বড় পর্দায় দেখানো হয়। বাটলারকে দেখে চিৎকার শুরু হয় মাঠে।

আইপিএলে প্রথম বার বাটলারকেই মাঁকড়ীয় আউট করেছিলেন অশ্বিন। ঘটনাচক্রে তখন অশ্বিন পঞ্জাব কিংসের অধিনায়ক। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে বল করার সময় বাটলারকে মাঁকড়ীয় আউট করেন অশ্বিন। সেই সময় অনেক বিতর্ক হয়েছিল। অনেক বিদেশি ক্রিকেটার অশ্বিনের ‘স্পোর্টসম্যান স্পিরিট’-এর সমালোচনা করেছিলেন। তবে অশ্বিনের পাশে দাঁড়িয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। তাঁদের যুক্তি ছিল, ক্রিকেটের নিয়মের আওতায় থেকেই আউট করেছেন অশ্বিন। এখন অবশ্য ক্রিকেটের নিয়মে মাঁকড়ীয় আউট বৈধ। তার পরেও কোনও বোলার তার চেষ্টা করলে আলোচনা শুরু হয়। আর সেই বোলার যদি অশ্বিন হন তা হলে আলোচনা আরও বাড়ে। পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচেও সেটাই হল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2023 shikhar dhawan R Ashwin
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE