Advertisement
০৬ অক্টোবর ২০২২
Ravindra Jadeja

IPL 2022: চেন্নাইয়ের হারে খলনায়ক শিবম? ব্র্যাভো, জাডেজা ক্ষোভ প্রকাশ করলেন মাঠেই

এ বারের আইপিএলের প্রথম পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছিল চেন্নাই। প্রথম চারে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য গুজরাতকে হারাতেই হত মহেন্দ্র সিংহ ধোনিদের। সেই সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু মিলারের ৫১ বলে ৯৪ ও রশিদ খানের ২১ বলে ৪০ রানের দাপটে ম্যাচ জিতে যায় গুজরাত।

ক্ষুব্ধ জাডেজা

ক্ষুব্ধ জাডেজা ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২২ ১৫:৪৯
Share: Save:

রুদ্ধশ্বাস ম্যাচে ছোট্ট একটা ঘটনা বদলে দিতে পারে ম্যাচের ছবি। আইপিএলে গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচে সে রকমই এক ঘটনায় ভারতীয় অলরাউন্ডার শিবম দুবের উপর ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল চেন্নাইয়ের অধিনায়ক রবীন্দ্র জাডেজা ও বোলার ডোয়েন ব্র্যাভোকে। শিবমকেই কি ম্যাচের খলনায়ক ভাবছেন ব্র্যাভোরা। তাঁদের ক্ষোভ কিন্তু ইঙ্গিত করছে সে দিকেই।

ঠিক কী হয়েছিল মাঠে? চেন্নাইয়ের করা ১৬৯ রান তাড়া করতে নেমে একা লড়াই করছিলেন গুজরাতের ডেভিড মিলার। তাঁর ব্যাটেই জয়ের স্বপ্ন দেখছিল হার্দিক পাণ্ড্যর দল। ম্যাচের ১৭তম ওভারে ব্র্যাভোর একটি বল পুল করতে গিয়েছিলেন মিলার। কিন্তু বল ঠিক মতো ব্যাটে লাগেনি। মিড উইকেট অঞ্চলে তখন ফিল্ডিং করছিলেন শিবম। তিনি দৌড়ে এসে ক্যাচ ধরলে আউট হতে পারতেন মিলার। কিন্তু মাঝপথে থেমে যান শিবম। ফলে আউট হননি মিলার। শেষ পর্যন্ত তাঁর ব্যাটেই ম্যাচ হারে চেন্নাই।

শিবমের এই ফিল্ডিং দেখে মাঠেই ক্ষোভ প্রকাশ করেন জাডেজা ও ব্র্যাভো। জাডেজাকে দেখা যায় রাগে মাথার টুপি খুলে তা ছুড়ে ফেলার চেষ্টা করতে (কারণ শেষ পর্যন্ত টুপি ছোড়েননি তিনি)। অন্য দিকে ব্র্যাভো জাডেজার দিকে তাকিয়ে শিবমকে সেখান থেকে সরিয়ে দেওয়ার কথা বলেন। পরের বলেই শিবমকে অন্যত্র ফিল্ডিং করতে পাঠানো হয়।

এ বারের আইপিএলের প্রথম পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছিল চেন্নাই। প্রথম চারে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখার জন্য গুজরাতকে হারাতেই হত মহেন্দ্র সিংহ ধোনিদের। সেই সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু মিলারের ৫১ বলে ৯৪ ও রশিদ খানের ২১ বলে ৪০ রানের দাপটে ম্যাচ জিতে যায় গুজরাত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.