ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হারের পরেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে জোড়া পরিবর্তন। চোট পেয়ে ছিটকে যাওয়া রিচি টপলে এবং রজত পটীদারের জায়গায় নেওয়া হল দুই পেসারকে। টপলের জায়গায় এলেন দক্ষিণ আফ্রিকার ওয়েন পার্নেল। তিনি ব্যাটিংটাও করতে পারেন। পটীদারের বদলে বিশাক বিজয়কুমার নামে এক পেসারকে নিয়েছে আরসিবি।
পার্নেলকে নিতে বেঙ্গালুরুর খরচ হল ৭৫ লক্ষ টাকা। বিজয়কুমারকে নেওয়া হয়েছে ২০ লক্ষ টাকায়। পার্নেল আগেও আইপিএলে খেলেছেন। যদিও ২৬টির বেশি ম্যাচ খেলেননি তিনি। পুণে ওয়ারিয়র্স এবং দিল্লি ডেয়ারডেভিলসের খেলেছেন পার্নেল। ২০১৪ সালে শেষ বার খেলেছেন তিনি। দেশের হয়ে ৫৬টি টি-টোয়েন্টি খেলেছেন পার্নেল। ৫৯টি উইকেট নিয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন। অভিজ্ঞ পেসারকে দলে নিয়েছে আরসিবি।
২৬ বছরের বিজয়কুমার কখনও আইপিএল খেলেননি। ঘরোয়া ক্রিকেটে যদিও ছন্দে ছিলেন তিনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে আটটি ম্যাচ খেলে ১০টি উইকেট নেন তিনি। তরুণ ব্যাটারের বদলে এক পেসারকে নিয়ে দলের বোলিং শক্তি আরও বাড়ানোর চেষ্টা করল আরসিবি।
আরও পড়ুন:
বৃহস্পতিবার কলকাতার বিরুদ্ধে ৮১ রানে হারেন বিরাটরা। শুরুতে কেকেআরের উইকেট তুলেও শেষ দিকে রান দিয়ে ফেলেন আরসিবির বোলাররা। পরে ব্যাট হাতেও আর ম্যাচ জেতার মতো কোনও পরিস্থিতি তৈরি করতে পারেননি তাঁরা।