আইপিএলের পর তিনটি গুরুত্বপূর্ণ কাজ করতে চান শুভমন। ছবি: আইপিএল।
১৬ ম্যাচে ৮৫১ রান। তিনটি শতরান এবং চারটি অর্ধশতরান। সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে আইপিএলের কমলা টুপি জেতা সময়ের অপেক্ষা শুভমন গিলের। আন্তর্জাতিক ক্রিকেটের অনবদ্য ছন্দ ধরে রেখেছেন আইপিএলেও। কমলা টুপি জয় প্রায় নিশ্চিত হলেও উচ্ছ্বসিত নন শুভমন। তাঁর মতে, আসল কাজই এখনও বাকি। তিনটি গুরুত্বপূর্ণ কাজের কথা বলেছেন শুভমন।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএল ফাইনাল খেলতে নামার আগে গুজরাত টাইটান্সের ওপেনিং ব্যাটার বলেছেন, ‘‘কমলা টুপি জিতে ভাল লাগছে। এটা দুর্দান্ত ব্যাপার। আমি ভাগ্যবান। সকলকে ধন্যবাদ। এমন একটা অনুভূতি হচ্ছে, যা আগে কখনও হয়নি। ভাল খেললে বা ভাল পারফরম্যান্স করলে পরের দিন সব সময় আমার মনে হয়, কাজ এখনও শেষ হয়নি।’’
আইপিএলের পর গুরুত্বপূর্ণ তিনটি কাজ সেরে ফেলার পরিকল্পনা করেছেন শুভমন। তিনি বলেছেন, ‘‘আইপিএল শেষ হওয়ার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে। তার পর আছে এশিয়া কাপ। সেটা শেষ হওয়ার পরেই আবার এক দিনের বিশ্বকাপ। তাই সময়ই আমার চিন্তা ভাবনা চলতে থাকে। সব সময় ইতিবাচক ভাবে ভাবতে চাই। সামনের দিকে তাকিয়ে এগিয়ে যাওয়ার কথা ভাবি। মনে রাখি, কাজ এখনও বাকি রয়েছে।’’ গুজরাতকে আইপিএল চ্যাম্পিয়ন করার পরেও তাঁর আরও তিনটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। দেশের হয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাতেও ভাল পারফর্ম করতে চান তিনি।
এ বছর অনবদ্য ছন্দে রয়েছেন শুভমন। মেনে নিয়েছেন সেটাই তাঁকে আসল তৃপ্তি দিচ্ছে। শুভমন বলেছেন, ‘‘হ্যাঁ, বছরটা আমার সত্যিই ভাল যাচ্ছে। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। ছন্দ ধরে রাখতে পারার খুব ভাল লাগছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy