Advertisement
০৩ মে ২০২৪
IPL 2023

ইডেনে কেকেআরের বিরুদ্ধে নামার আগে কোহলিরা কোথায় এগিয়ে? কোথায় রয়েছে খামতি?

বৃহস্পতিবার ইডেনে কেকেআরের বিরুদ্ধে খেলতে নামবে আরসিবি। এই ম্যাচের আগে কোথায় এগিয়ে রয়েছেন বিরাট কোহলিরা? কোথায় বা পিছিয়ে রয়েছেন তাঁরা?

Picture of Virat Kohli

৮৩ দিন পরে ইডেন গার্ডেন্সে খেলতে নামবেন বিরাট কোহলি। পর পর দু’ম্যাচে জয়ের লক্ষ্যে আরসিবি। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ ২২:৩১
Share: Save:

আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে তারা। মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাটিং, বোলিং দুই বিভাগেই রোহিতদের টেক্কা দিয়েছে বেঙ্গালুরু। কিন্তু কলকাতার বিরুদ্ধে খেলা কি অতটা সহজ হবে! কোথায় এগিয়ে রয়েছেন কোহলিরা? তাঁদের খামতিই বা কোথায়?

প্রথমে দেখে নেওয়া যাক, কোথায় এগিয়ে রয়েছে বেঙ্গালুরু।

১) বিরাট কোহলি: বেঙ্গালুরুর সব থেকে বড় শক্তি তাদের টপ অর্ডার। ওপেন করতে নামেন বিরাট কোহলি। নিজের দিনে তিনি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সেটা রোহিতদের বিরুদ্ধে দেখা গিয়েছে। খেলা জিতিয়ে মাঠ ছেড়েছেন বিরাট। ইডেন তাঁর প্রিয় মাঠের মধ্যে অন্যতম। সেখানেও ভাল খেলতে মুখিয়ে তিনি।

২) ফ্যাফ ডুপ্লেসি: বিরাটের ওপেনিং জুটি ডুপ্লেসিও ভাল ফর্মে রয়েছন। দলের অধিনায়ক তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে তিনিও অর্ধশতরান করেছেন। কলকাতার বিরুদ্ধে দলকে ভাল শুরু দিতে পারেন তিনি।

৩) নেতৃত্ব: কেকেআরের অধিনায়ক নীতীশ রানার থেকে অনেক বেশি অভিজ্ঞ ডুপ্লেসি। দক্ষিণ আফ্রিকার মতো দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। পাশে তিনি আবার পাবেন কোহলিকে। তাই মগজাস্ত্রের খেলায় কলকাতাকে মাত দিতে পারে আরসিবি।

৪) বাংলার দুই ক্রিকেটার: কেকেআরে বাংলার কোনও ক্রিকেটার না থাকলেও আরসিবিতে শাহবাজ় আহমেদ ও আকাশ দীপ রয়েছেন। ইডেনকে তাঁরা খুব ভাল ভাবে চেনেন। বাংলার দর্শকদের সামনে ভাল খেলতে মুখিয়ে থাকবেন তাঁরা।

৫) ইডেন গার্ডেন্স: ইডেনে কোহলিদের জন্যও সমর্থন থাকবে। তা ছাড়া বেঙ্গালুরুর অনেক ক্রিকেটারের এই মাঠে খেলার অভিজ্ঞতা রয়েছে। তাই হোম ম্যাচের সুবিধা খুব একটা বেশি নাও পেতে পারে কেকেআর।

তবে সেই সঙ্গে কয়েকটি সমস্যাও রয়েছে কোহলিদের দলের সামনে।

১) মিডল অর্ডার: দলের মিডল অর্ডার আগের ম্যাচে খেলার বেশি সুযোগ পায়নি। চোট সারিয়ে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল। মাইকেল ব্রেসওয়েল আইপিএলে নতুন। তাই দুই ওপেনার তাড়াতাড়ি আউট হয়ে গেলে চাপে পড়তে পারে দল।

২) ফিনিশার কার্তিকের অভাব: ফিনিশার হিসাবে দলে রয়েছেন দীনেশ কার্তিক। কিন্তু এ বার প্রথম ম্যাচে রান পাননি তিনি। পুরনো দলের বিরুদ্ধে নামার চাপ সামলাতে হবে তাঁকে।

৩) সুনীল নারাইন: ওয়েস্ট ইন্ডিজ়ের এই বোলার এখনও প্রতিপক্ষকে শান্ত রাখতে পারেন। উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তিনি।

৪) আন্দ্রে রাসেল: আগের ম্যাচেই ট্রেলর দেখিয়েছেন। রাসেলের ব্যাট চললে বিপক্ষের কপালে দুঃখ থাকে। আগের ম্যাচে বল করেননি তিনি। কোহলিদের বিরুদ্ধে বল করতেও দেখা যেতে পারে তাঁকে।

৫) চন্দ্রকান্ত পণ্ডিত: ঘরোয়া ক্রিকেটে সফল কোচ আইপিএলেও সফল হতে চাইছেন। প্রথম ম্যাচে হারতে হয়েছে। তাই কোহলিদের বিরুদ্ধে আরও পরিকল্পনা করে নামবেন তিনি। পণ্ডিতের মগজাস্ত্রের কাছে চাপে পড়তে পারেন কোহলিরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2023 KKR RCB Virat Kohli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE