Advertisement
০৭ মে ২০২৪
IPL 2023

আইপিএলের কমলা টুপির তালিকায় প্রথম দশে ৬ ভারতীয়! কেকেআরের কোন ক্রিকেটার রয়েছেন দৌড়ে?

এ বারের আইপিএলে কমলা টুপির লড়াইয়ে বিদেশি ক্রিকেটারদের টেক্কা দিচ্ছেন ভারতীয়রা। তালিকায় প্রথম ১০ জনের মধ্যে ৬ জন ভারতীয়। কারা কারা রয়েছেন তালিকায়?

Picture of Orange cap in IPL

আইপিএলে কমলা টুপির লড়াইয়ে বিদেশিদের টেক্কা দিচ্ছেন ভারতীয় ব্যাটাররা। —ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৩ ১৬:৪৫
Share: Save:

এ বারের আইপিএলে ১৮ এপ্রিল, মঙ্গলবার পর্যন্ত মোট ২৫টি খেলা হয়েছে। প্রতিযোগিতার ১০টি দলই ৫টি করে ম্যাচ খেলে ফেলেছে। এখনও পর্যন্ত কমলা টুপির (আইপিএল সব থেকে বেশি রান করা ক্রিকেটার এই পুরস্কার পান) লড়াইয়ে বিদেশি ক্রিকেটারদের টেক্কা দিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। তালিকার প্রথম ১০ ব্যাটারের মধ্যে রয়েছেন ৬ ভারতীয়।

কমলা টুপির তালিকার শীর্ষে রয়েছেন ফ্যাফ ডুপ্লেসি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক ৫ ম্যাচে ২৫৯ রান করেছেন। ওপেন করতে নেমে আরসিবিকে ভরসা দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বেঙ্কটেশ আয়ার। শেষ দুই ম্যাচে কেকেআর হারলেও বেঙ্কটেশের ব্যাট থেকে শতরান এসেছে। ৫ ম্যাচে ২৩৪ রান করেছেন তিনি।

বেঙ্কটেশের থেকে ১ রান কম পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ানের। ৫ ম্যাচে ২৩৩ রান করে কমলা টুপির তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি।

চার নম্বরেও রয়েছেন এক ভারতীয় শুভমন গিল। তিনি ৫ ম্যাচে ২২৮ রান করেছেন। গুজরাত টাইটান্সের হয়ে ভাল ছন্দে রয়েছেন এই ভারতীয় ব্যাটার।

পঞ্চম স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। দিল্লি পর পর ৫ ম্যাচে হারলেও ওয়ার্নার রান করেছেন। ৫ ম্যাচে ২২৮ রান করলেও তাঁর স্ট্রাইক রেট অনেক কম (১১৬.৯২)।

ওয়ার্নারের পরেই রয়েছেন বিরাট কোহলি। ৫ ম্যাচে ২২০ রান করেছেন তিনি। এ বারের আইপিএলে বিরাটের ব্যাট স্বপ্ন দেখাচ্ছে আরসিবিকে।

কমলা টুপির তালিকায় সাত নম্বরে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের তিলক বর্মা। গত বারের মতো এ বারও ছন্দে রয়েছেন তিনি। ৫ ম্যাচে ২১৪ রান করেছেন রোহিত শর্মাদের দলের বাঁহাতি ব্যাটার।

আগের বার শীর্ষে থাকলেও এ বার তালিকায় আট নম্বরে জস বাটলার। রান পেলেও ধারাবাহিক নন তিনি। ৫ ম্যাচে ২০৪ রান করেছেন ইংল্যান্ডের অধিনায়ক।

চেন্নাইয়ের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ও রানের মধ্যে রয়েছেন। ৫ ম্যাচে ২০০ রান করেছেন মহেন্দ্র সিংহ ধোনিদের দলের ওপেনার।

রাজস্থান রয়্যালসের হয়ে দুরন্ত ছন্দে রয়েছেন শিমরন হেটমায়ার। বেশ কয়েকটি ম্যাচে দলকে জিতিয়েছেন তিনি। ৫ ম্যাচে ১৮৩ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজ়ের এই ব্যাটার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2023 Orange cap BCCI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE