এ বারের আইপিএলে টানা দ্বিতীয় অর্ধশতরান করলেন বিরাট কোহলি। পঞ্জাব কিংসের পর কলকাতার বিরুদ্ধে। শুক্রবার চিন্নাস্বামী স্টেডিয়ামে ৫৯ বলে ৮৩ রানের ইনিংস খেললেন কোহলি। একই সঙ্গে গড়ে ফেললেন দু’টি নজির। দু’টিই হয়েছে ছয় মারার ক্ষেত্রে। একটিতে মহেন্দ্র সিংহ ধোনিকে টপকে গিয়েছেন কোহলি।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ছয় মারার নিরিখে চাপ নম্বরে উঠে এসেছেন কোহলি। ধোনির রয়েছে ২৩৯টি ছয়। শুক্রবারের পর কোহলির ২৪১টি ছয় হয়ে গিয়েছে। সবচেয়ে বেশি ছয় রয়েছে ক্রিস গেলের (৩৫৭)। এর পর রোহিত শর্মা (২৬১)। প্রাক্তন সতীর্থ এবি ডিভিলিয়ার্সের (২৫১) পরেই রয়েছেন কোহলি। তার পরে ধোনি (২৩৯)। এঁদের মধ্যে গেল এবং ডিভিলিয়ার্স আর আইপিএলে খেলেন না। হয়তো এই মরসুমেই ডিভিলিয়ার্সকে টপকে তিনে উঠে আসবেন কোহলি।
পাশাপাশি, আরসিবি-র ক্রিকেটার হিসাবে সবচেয়ে বেশি ছয় মারার নজির তৈরি করেছেন কোহলি। তাঁর ২৪১টি ছয় ছাপিয়ে গিয়েছে গেলকে (২৩৯)। এর পর রয়েছেন ডিভিলিয়ার্স (২৩৮)। বাকিরা অনেক পরে। গ্লেন ম্যাক্সওয়েলের ৬৭টি এবং ফাফ ডুপ্লেসির ৫০টি ছয় রয়েছে।
আরও পড়ুন:
এ দিন মিচেল স্টার্ককে প্রথম ওভারেই ছয় মারেন কোহলি। কব্জির মোচড়ে কোহলির শট দেখে তারিফ করেন ধারাভাষ্যকারেরা। আইপিএলের সবচেয়ে দামী বোলারকে অবলীলায় বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন কোহলি।