২০০৮ সালের সিডনি টেস্টে একের পর এক ভুল করেছিলেন আম্পায়ার স্টিভ বাকনর। যার মাসুল দিতে হয়েছিল ভারতকে। সম্প্রতি সেই ভুলগুলোর কথা স্বীকার করেছেন বাকনার। কিন্তু বাকনার স্বীকার করলেও সেই ভুলগুলোর জন্য তাঁকে ক্ষমা করা যায় না বলে মন্তব্য করলেন ইরফান পাঠান।
সেই টেস্টের পর এক যুগ কেটে গিয়েছে। কিন্তু সেই টেস্টের ক্ষত এখনও টাটকা ইরফানের মনে। তিনি বলেছেন, “যতই ভুলের কথা এখন স্বীকার করা হোক, যা ঘটে গিয়েছে তা তো আর বদলানো যাবে না। আমরা সেই টেস্ট হেরেছিলাম। মনে আছে, অস্ট্রেলিয়ায় জীবনের প্রথম টেস্ট জিতেছিলাম। সেটা ছিল ২০০৩ সালের অ্যাডিলেড টেস্ট। অস্ট্রেলিয়াতে সেটা ছিল ২২ বছর পর টেস্ট জয়। আর ২০০৮ সালে কি না আম্পায়ারের ভুলের জন্য টেস্ট হারতে হয়েছিল! এখন যাই বলুন আম্পায়াররা, সেই ক্ষত থেকেই যাবে।”
আরও পড়ুন: ‘আইসিসি প্রধান হওয়ার আদর্শ ব্যক্তি সৌরভই’, স্মিথের পাশে দাঁড়িয়ে বললেন সঙ্গাকারা