Advertisement
২৪ এপ্রিল ২০২৪
ISL 2020-21

সুযোগের অপেক্ষায় ছিলাম, দলকে শীর্ষে তুলে বললেন ম্যাচের সেরা রয় কৃষ্ণ

কোচ হাবাসের আস্থারই মর্যাদা রবিবার দিলেন রয় কৃষ্ণ।

উচ্ছ্বসিত রয় কৃষ্ণ। নর্থ ইস্টের বিরুদ্ধে গোলের পর। ছবি টুইটার থেকে নেওয়া।

উচ্ছ্বসিত রয় কৃষ্ণ। নর্থ ইস্টের বিরুদ্ধে গোলের পর। ছবি টুইটার থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২১ ২২:১৯
Share: Save:

আইএসএলের পয়েন্ট তালিকায় ফের শীর্ষে উঠে এল এটিকে মোহনবাগান। রবিবার ফতোরদা স্টেডিয়ামে সবুজ-মেরুন জার্সিধারীরা ২-০ হারাল নর্থ ইস্ট ইউনাইটেডকে।

এই জয়ের ফলে ৯ ম্যাচে এটিকে মোহনবাগানের পয়েন্ট দাঁড়াল ২০। ৮ ম্যাচে ১৯ পয়েন্টে মুম্বই সিটি এফসি নেমে গেল দ্বিতীয় স্থানে। হাবাসের দল এর পরের ম্যাচে মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি-র। সেই ম্যাচের দিকেই এখন তাকিয়ে ফুটবলমহল।

রবিবার ম্যাচের প্রথমার্ধে কোনও গোল করতে পারেনি এটিকে মোহনবাগান। এমনকী, তেমন কোনও গোলের সুযোগও তৈরি করতে পারেনি। কিন্তু, দ্বিতীয়ার্ধের শুরুতে ৫১ মিনিটে শরীর ছুড়ে দেওয়া রয় কৃষ্ণর গোলে ১-০ এগিয়ে যায় এটিকে মোহনবাগান। ৫৮ মিনিটেই বাড়ে ব্যবধান। নর্থ ইস্টের বেঞ্জামিন ল্যামবোট করেন আত্মঘাতী গোল। ২-০ এগিয়ে যায় এটিকে মোহনবাগান। আরও গোলের সুযোগ এসেছিল। কিন্তু ব্যবধান বাড়েনি।

আরও পড়ুন: নর্থ ইস্টকে ২-০ হারিয়ে শীর্ষে উঠে এল এটিকে মোহনবাগান

আরও পড়ুন: অভিষেক ম্যাচেই গোল ব্রাইটের, ওডিশাকে হারিয়ে আইএসএলে প্রথম জয় লাল-হলুদের​

অন্য দিকে, আরও একবার ক্লিন শিট রাখল এটিকে মোহনবাগান। মাত্র একবার নর্থ ইস্ট দলের শট এটিকে মোহনবাগানের গোলের মধ্যে ছিল। বাকি সময় সবুজ-মেরুনের রক্ষণে সে ভাবে চাপ তৈরি করতেই পারেনি তারা।

জয়ের পর ম্যাচের সেরা রয় কৃষ্ণ বললেন, “আমরা সুযোগের অপেক্ষায় ছিলাম। দ্বিতীয়ার্ধের শুরুতে তা কাজে লাগাতে পেরেছি। নর্থ ইস্ট খুব জমাট দল। ফলে আমাদের ধৈর্য ধরতেই হত।” তিনি নিজে আগের ৩ ম্যাচে গোল পাননি। যা নিয়ে চলছিল চর্চা। কোচ হাবাস যদিও আস্থা রেখেছিলেন তাঁর উপরে। সেই আস্থারই মর্যাদা রবিবার দিলেন রয় কৃষ্ণ। প্রতিযোগিতায় তাঁর গোলসংখ্যা এখন ৬।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ISL 2020-21 Atk mohun bagan Roy Krishna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE