গত দু’মাস টেনিস কোর্টে সময়টা ভাল যায়নি ইয়ানিক সিনারের। ফরাসি ওপেনের ফাইনালে জয়ের মুখ থেকে হেরে গিয়েছেন। হ্যাল ওপেনে বিদায় নিয়েছেন শেষ ষোলো থেকে। আপাতত টেনিস র্যাকেট সরিয়ে রাখলেন বিশ্বের এক নম্বর তারকা। হাতে তুলে নিলেন মাইক্রোফোন। ইটালির আন্দ্রেয়া বোচেল্লির সঙ্গে রেকর্ড করলেন নতুন গান।
এই গানের নাম দেওয়া হয়েছে ‘ডাস্ট অ্যান্ড গ্লোরি’, অর্থাৎ ধুলো এবং বৈভব। জয় এবং হারের পর সিনার যে সব বক্তব্য রেখেছিলেন, সেগুলিকেই কায়দা করে এই গানে ব্যবহার করা হয়েছে। টাস্কানিতে বোচেল্লির স্টুডিয়োয় গিয়ে এই গান রেকর্ড করেছেন সিনার। গানের ভিডিয়ো সিনার এবং বোচেল্লির ছোটবেলার ছবি রয়েছে।
ইতালীয় এবং ইংরেজিতে রয়েছে গানের কথা। এই গানকে দুই ইতালীয় বিগ্রহের সাঙ্গীতিক কথাবার্তা বলে বর্ণনা করা হয়েছে। সিনার বলেছেন, “আন্দ্রেয়ার সঙ্গে এই পরিকল্পনার অংশ হতে পেরে আমি খুশি এবং গর্বিত। ৩০ বছর ধরে অসাধারণ গলায় গান গেয়ে চলেছে। গোটা বিশ্বের আমাদের দেশের পতাকা উড়িয়ে চলেছে।”
সিনারের সংযোজন, “কোনও দিন ভাবতে পারিনি ওর সঙ্গে গলা মেলাতে পারব। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে।”
আরও পড়ুন:
১২ বছর বয়স থেকে দৃষ্টিহীন বোচেল্লি। আগেও খেলাধুলো নিয়ে গান রচনা করেছেন তিনি। মে মাসে শেষ বার বিবিসি-র হয়ে অনুষ্ঠান করেছিলেন গ্যারি লিনেকার। তখনও প্রাক্তন ফুটবলারের উদ্দেশে গান লিখেছিলেন বোচেল্লি। ২০১৫-১৬ মরসুম লেস্টার সিটি ইপিএল জেতার পর কোচ ক্লদিয়ো রানিয়েরির সঙ্গে স্টেডিয়ামে পারফর্ম করেছিলেন।