Advertisement
E-Paper

শেষ ম্যাচে বিশ্রাম বুমরা, কুলদীপদের

পঞ্জাবের পেসার সিদ্ধার্থ কলের ডাক পড়েছে চেন্নাইয়ে শেষ টি-টোয়েন্টি খেলার জন্য। ভারত সিরিজের প্রথম দুই ম্যাচেই জিতে যাওয়ায় যা কার্যত নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে। সিদ্ধার্থ এ বছর ডাবলিনে ভারতের হয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেন।

নিজস্ব প্রতিবেদন 

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ০৫:২১
অনুপস্থিত: চেন্নাইয়ে দেখা যাবে না কুলদীপ, বুমরাকে। ফাইল চিত্র

অনুপস্থিত: চেন্নাইয়ে দেখা যাবে না কুলদীপ, বুমরাকে। ফাইল চিত্র

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে বিশ্রাম দেওয়া হল উমেশ যাদব, যশপ্রীত বুমরা ও কুলদীপ যাদবকে। আসন্ন অস্ট্রেলিয়া সফরে যাতে তাঁরা শারীরিক দিক থেকে সেরা জায়গায় থাকতে পারেন, সে জন্যই এই সিদ্ধান্ত, জানিয়েছে বোর্ড।

পঞ্জাবের পেসার সিদ্ধার্থ কলের ডাক পড়েছে চেন্নাইয়ে শেষ টি-টোয়েন্টি খেলার জন্য। ভারত সিরিজের প্রথম দুই ম্যাচেই জিতে যাওয়ায় যা কার্যত নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে। সিদ্ধার্থ এ বছর ডাবলিনে ভারতের হয়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। সেপ্টেম্বরে দুবাইয়ে এশিয়া কাপেও নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সেখানে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে খেলেন তিনি। ভারতের হয়ে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বোলারদের ওপর যাতে বাড়তি চাপ না পড়ে, সে জন্য তাঁদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর নীতিতে চলছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একই বোলারকে টানা ম্যাচ না খেলিয়ে তাকে বিশ্রাম দিয়ে খেলালে বোলারদের চোট-আঘাত সমস্যা অনেক কমবে বলে মনে করে টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই দলের দুই প্রধান স্ট্রাইক বোলার ভুবনেশ্বর কুমার, বুমরাদেরও এর আগে বিশ্রাম দেওয়া হয়েছে।

বুমরাকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দু’টি ওয়ান ডে-তে বিশ্রাম দেওয়া হয়েছিল। শেষ তিন ম্যাচে তিনি অবশ্য খেলেন। উমেশকে আবার প্রথম দু’টি ওয়ান ডে-তে খেলার পরে প্রথম টি-টোয়েন্টিতে খেলেন। কুলদীপকে প্রথম ওয়ান ডে-তে বিশ্রাম দেওয়া হয়েছিল। পরের চারটি ম্যাচে তিনি দলে ছিলেন। দু’টি টি-টোয়েন্টি ম্যাচেও খেলেন তিনি। কলকাতায় প্রথম ম্যাচে তিনটি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন। প্রসঙ্গত অস্ট্রেলিয়া সফরে ব্রিসবেনে ২১ নভেম্বর ভারত তাদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে।

Cricket T20 India West Indies Kuldeep Yadav Jasprit Bumrah
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy